ক্রীড়াবিদ কি কম পড়িয়াছেন! রিও অলিম্পিকে সালমান খানকে ভারতের গুডউইল অ্যাম্বাস্যাডর করায় অনেকটা এমনই অভিব্যক্তি ক্রীড়াবিদদের। বেজায় ক্ষেপেছেন যোগেশ্বর দত্ত ও মিলখা সিং-এর মতো ক্রীড়া ব্যক্তিত্বরা। তাঁদের প্রশ্ন, রিয়েল লাইফে কোনও ক্রীড়াবিদকে এই গুরুদায়িত্ব না দিয়ে কেন রিলের রেসলার চরিত্র ‘সুলতান’ সালমানকে অলিম্পিকের দূত করা হল।
শনিবার বক্সার মেরি কম, হকি দলের অধিনায়ক সর্দার সিং ও শ্যুটার অপুর্বী চান্ডেলার উপস্থিতিতে রি অলিম্পিকে সালমান খানের নাম ভারতের গুডউইল অ্যাম্বাস্যাডার হিসেবে ঘোষণা করে ভারতীয় অলিম্পিক সংস্থা। এই সিদ্ধান্তে বেজায় চটে লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী রেসলার যোগেশ্বর দত্ত টুইটে লেখেন, ‘ভারতের সিনেমার প্রচারের অধিকার প্রত্যেকেরই আছে। তবে, অলিম্পিকের আসর ছবির প্রচারের জায়গা নয়। কেউ আমাকে বলবেন, গুডউইল অ্যাম্বাস্যাডারের ভূমিকাটা ঠিক কী? কেন আপনারা জনতাকে বোকা বানাচ্ছেন?’
যোগেশ্বরের মতে, ‘কঠিন সময়ে দেশের জন্য কঠোর পরিশ্রম করেছেন পিটি ঊষা, মিলখা সিং-এর মতো ক্রীড়াবিদরা। তবে, এই দূত খেলাধূলার জন্য কী করেছেন? আপনাদের যদি এই নাটকটা করারই ছিল, তবে কেন ওই জায়গায় একজন ক্রীড়াবিদকে নিয়োগ করা হল না? দেশের পদক চাই, স্পনসর নয়।’
সালমানের প্রতি কোনও ব্যক্তিগত রোষ নেই বলে জানিয়ে ৮৫ বছরের উড়ন্ত শিখ মিলখা সিং বলেছেন, ‘পিটি ঊষা, রাজ্যবর্ধন রাঠৌর, অজিত পালের মতো অনেক ক্রীড়াবিদ তৈরি করেছে ভারত। তাঁদের মধ্যে কারওকে গুডউইল অ্যাম্বাস্যাডর করা যেত। বলিউড থেকে একজনকে আমদানি করার কী প্রয়োজন ছিল?’ সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করে সিদ্ধান্ত পরিবর্তন করুক, এই দাবি জানিয়ে মিলখা সিং-এর কটাক্ষ, ‘বলিউডের কোনও মেগা ইভেন্টে কি কোনও ক্রীড়াবিদকে দূত করা হয়েছে?’