হলিউডের অভিনেতা টম হ্যাংকসকে আমরা এখন যেমন রূপে টিভি বা চলচ্চিত্রে দেখি, অতীতে সেভাবে দেখা যেত না। টম হ্যাংকস তার অভিনয় জীবনের শুরুতে কমেডি অভিনেতা হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু পরবর্তীতে একটি সিদ্ধান্ত তার জীবনকে বদলে দেয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
শুক্রবার ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী টম সম্প্রতি তার জীবনের এ ঘটনা বর্ণনা করেন। তিনি জানান, অধিকাংশ হলিউডের অভিনেতার মতোই তিনি তার ক্যারিয়ার শুরু করেন কমেডি ধাঁচের অভিনয়ের মাধ্যমে। টিভি শো ‘বসোম বাডিস’ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য। পরবর্তীতে ‘স্প্ল্যাশ’ ও ‘ব্যাচেলর পার্টি’ নামে রোমান্টিক কমেডির মাধ্যমে তার ক্যারিয়ার এগিয়ে যায়।
দুইবার অস্কার বিজয়ী টম বলেন একসময় তিনি উপলব্ধি করেন যে, তার সহজে ভুলে যাওয়ার মতো হালকা মুভির ধারা থেকে বেরিয়ে ক্লাসিক কিছু সৃষ্টিতে কাজ করা উচিত। এ কারণে তিনি ‘টার্নার অ্যান্ড হুচ’-এর ধারা থেকে বেরিয়ে ‘ফিলাডেলফিয়া’ ধরনের মুভিতে কাজ শুরু করেন।
৫৯ বছর বয়সী টম বলেন, ‘ত্রিশের মাঝামাঝি সময়ে এক পর্যায়ে আমি মুভিতে অভিনয় করে যথেষ্ট কামাচ্ছিলাম, যার কোনো তুলনা হয় না। কিন্তু আমি বুঝতে পারলাম মানুষের মনে স্থান পাওয়ার জন্য কিছুটা ভিন্নভাবে কাজ করতে হবে। এ কারণে আমি মানুষকে খুব কঠিন একটি কথা বলতে শুরু করলা। এটি হলো- না।’
ক্যারিয়ারের ভালো একটি পর্যায়ে এসে তিনি আর আগের মতো হালকা কমেডি চলচ্চিত্রে অভিনয় করতে চাইছিলেন না। এ কারণে তার অভিনয় জীবনের ধারা পাল্টে যায়। তিনি পরবর্তীতে ফিলাডেলফিয়া ও ফরেস্ট গাম্পের মতো চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক সুনাম অর্জন করেন। – See