সকাল থেকে এক নাগারে গুড়ি গুড়ি বৃষ্টির কান্নায় নেদারল্যান্ডস-ওমান ম্যাচ তো পণ্ডই হয়ে গেছে ধর্মশালায়। আশঙ্কা আছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ নিয়েও।
জানা গেছে, বাংলাদেশ সময় রাত আটটার সময় মাঠ পর্যবেক্ষণে নামবেন আইসিসির ম্যাচ অফিসিয়ালরা। ফলে, ম্যাচ শুরু হতে যে বিলম্ব হবে সেটা নিশ্চিত। কারণ, মাঠ শুকাতেই নূন্যতম এক ঘণ্টা সময় লাগবে।
সাড়ে আটটার পর যেকোন সময়ে ম্যাচ শুরু হলে ম্যাচের ওভার কমে আসবে। সর্বোচ্চ রাত দশটা ৪৮ মিনিট অবধি দেখা হবে। এর এক মিনিট আগেও মাঠ খেলার উপযুক্ত হলে কমপক্ষে পাঁচ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব।
তবে, এর এক মিনিটও বিলম্ব হলে ম্যাচ বাতিলই হয়ে যাবে। সেক্ষেত্রে দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। আর এমন হল, ওমানের বিপক্ষে আগামী ম্যাচে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের।
আর দু:সংবাদ হল, বাংলাদেশ সময় সাড়ে সাতটায় আবারও বৃষ্টি নেমেছে ধর্মশালায়।