কনফেডারেশনস কাপে জয় দিয়ে নিজেদের মিশন শুরু করেছে ফেভারিট জার্মানি। সোমবার ‘বি’ গ্রুপের একমাত্র ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়া অবশ্য ভালোভাবেই লড়াই চালিয়েছে জার্মানির দ্বিতীয় সারির দলটির বিপক্ষে। প্রথমে গোল হজমের পর সমতায় ফিরেছে। এরপর স্কোর লাইন ৩-১ হওয়া পরও আরেকটি গোল পরিশোধ করে ম্যাচের শেষ পর্যন্ত চাপে রেখেছিল জোয়াকিম লো’র দলকে।
এদিন ম্যাচের ৫ মিনিটেই লার্স স্টিনডেলের গোলে লিড নিয়ে নেয় জার্মনি। তবে ৪১ মিনিটে আচমকা টমাস রগিচের গোলে সমতায় ফিরে অস্ট্রেলিয়া। কিন্তু জার্মানি ফের এগিয়ে যেতে সময় নেয়নি। তিন মিনিট পরই পেনাল্টি থেকে অধিনায়ক জুলিয়ান ড্যাক্সলার ২-১ করেন। সেই ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মনি।
বিরতি থেকে ফিরে ৪৮ মিনিটে গোরেৎস্কা গোল করলে ৩-১ এ এগিয়ে যায় জার্মানি। কিন্তু ৫৬ মিনিটে টমি রগিচের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অস্ট্রেলিয়া। ম্যাচের স্কোর লাইন দাড়ায় তখন ৩-২ যা নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে সকারুরা।
কনফেডারেশনস কাপে মঙ্গলবার কোনো খেলা নেই। বুধবার প্রথম ম্যাচে রাশিয়া খেলবে পর্তুগালের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে রাত ১২টায় মেক্সিকো খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে জার্মানি। একই দিন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ক্যামেরুন।