বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে জায়গা করে নিতে ডেনমার্ক বিশ্ববিদ্যালয় থেকে বুধবার বিকালে ঢাকায় পৌছেছে চারজন শিক্ষানবীশ শিক্ষার্থী।
পশ্চিমারা কেউ কেউ এখনো ট্রাভেল অ্যালার্ট রাখলেও ঢাকা এবং বাংলাদেশ যে নিরাপদ তারই প্রমাণ ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেসবুকে ডেনমার্ক অ্যাম্বাসীর পেজ ‘অ্যাম্বাসী অব ডেনমার্ক ইন বাংলাদেশ’ বুধবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি পরিহিত এই ছবিটি প্রকাশ করে।
ডেনমার্ক অ্যাম্বাসি ফেসবুকে পেজে লিখে, স্বাতগম আমাদের শিক্ষানবীশদের! চারজনের একটি দল কিছুক্ষণ আগে ঢাকায় পৌছেছে।সুন্দর শহর ঢাকায় তাদেরকে আমরা অভিনন্দন জানাই। বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের লেখাপড়ার কাজেই তাদের ঢাকায় আগমন। ডেনমার্ক অ্যাম্বাসী তাদের কাজে সব সময়ই পাশে থাকবে।
চার তরুণের বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরিহিত ছবি দিয়ে ডেনমার্ক অ্যাম্বাসী আরো জানায়, সম্ভবত তারা বাংলাদেশের টাইগার ক্রিকেট দলে জায়গা করে নিয়েছে।
অ্যানড্রাস, ম্যাথিয়াস, এরিক এবং চার্লটের টাইগার ক্রিকেট প্রীতি দেখে বসে থাকেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবি’র ফেসবুক পেজ বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার্স কমেন্টে জানায়, শিক্ষানবীশ চার তরুণকে বাংলাদেশে অভিনন্দন। টাইগার দলে জায়গা পেতে চাও, তুমি জান না কোন কিছুই অসম্ভব না। তবে টাইগার দলে জায়গায় না পেলেও তোমরা নিশ্চিতভাবেই টাইগার দলের সমর্থকে জায়গা পেয়েছ।