হ্যালোটুডে ডটকম: ক্লাব ফুটবলের ব্যস্ততার ফাঁকে আবারও জাতীয় দলের জার্সি গায়ে তুলছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকা ফুটবলাররা। ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের জন্য ফিরছেন তারা। ফুটবলের অন্যতম সেরা পরাশক্তি ব্রাজিল দলে এবার ডাক পেয়েছে কাকা।
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে খেলবে ব্রাজিল। সেলেসাওদের ওই ম্যাচের জন্য অভিজ্ঞ তারকা কাকাকে দলে ডেকেছেন ব্রাজিলি কোচ কার্লোস দুঙ্গা।
ব্রাজিলের সদ্য ঘোষিত এই দলে কাকার সঙ্গে আরো ডাক পেয়েছেন লিভারপুলের প্লেমেকার কৌতিনহো। রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল চারটি ম্যাচ খেললেও কৌতিনহো কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। আগামী ২৬ মার্চ উরুগুয়ের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে ব্রাজিল। এর চার দিন পর প্যারাগুয়ের মাঠে খেলতে নামবেন নেইমাররা।
ব্রাজিল দল: গোলরক্ষক আলিসন, দিয়াগো আলভেস, মার্সেলো গ্রোহে,।
ডিফেন্ডার: দানি আলভেজ, দানিলো, ফিলিপ লুইস, জিল, ডেভিড লুইস, মারকুইনিয়োস, মিরান্দা ও আলেক্স সান্দ্রো।
মিডফিল্ডার : রেনাতো আগুস্তো, ডগলাস কস্তা, ফিলিপ কৌতিনহো, ফার্নাদিনহো, কাকা, লুইস গুস্তাভো, লুকাস লিমা, অস্কার ও উইলিয়ান।
আক্রমণভাগ: নেইমার, রিকার্ডো অলিভেইরা ও হাল্ক।