সুসময়ে তামিম ইকবালের আশপাশে থাকতে পারে না কেউ। কি আফ্রিদি আর কি ক্রিস গেইল। বিশ্বের বড় এক নক্ষত্র যে তামিম ইকবাল তা হয়তো তার নিজের দেশের মানুষেরাই জানেন না।
পাকিস্তানের সুপার লিগ কোনো সাধারণ আসর নয়। বিশ্বের সকল তারকা ক্রিকেটাররা পারফর্ম করছেন এখানে। তারকারাজির মাঝে তামিমের ঝলক দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব।
বিশ্বের ভয়ঙ্কর দুই ব্যাটসম্যান ক্রিস গেইল ও শহীদ আফ্রিদি খেলছেন এই আসরে। কিন্তু তারা তামিম ইকবালের সাথে তুলনায় আসার মতই পারফর্ম দেখানে পারেননি এই আসরে।
পাকিস্তানের সুপার লিগে খেলার মাধ্যমে তামিম প্রমাণ করেছেন তিনি আসলে গ্রেটদের আইডল। পিএসএলে রান সংগ্রহে সবার উপরে তামিম।
সবচেয়ে বেশি বাউন্ডন্ডারি মেরেছেন তামিম। তামিম ইকবাল ২৬৭ রান করে সবার উপরে রয়েছেন। গড় রান প্রায় ৬৭।
গেইল মোট রান করেছেন ৪৩। আফ্রিদি করেছেন মাত্র ৪২। গেইলের গড় রান ১০.৭৫। আফ্রিদির গড় রান ১৪। আফ্রিদি না হয় মিডল অর্ডারে ব্যাট করেন। কিন্তু গেইল লাহোরের হয়ে ওপেনার ব্যাটসম্যান হিসাবে মাঠে নামবেন।
ভক্তদের জিজ্ঞাসা ছিল, তামিম কি কখনো গেইল-আফ্রিদির মত কিছু করতে পারবে? কিন্তু এখন দেখা গেল তামিম পারফেক্ট ব্যাটসম্যান।
ওই দুই ব্যাটসম্যানের চেয়ে তামিম যে এই আসরে কতটা ভালো খেলেছে সে চিত্র দেখতে পেরেছেন সবাই। পাকিস্তানের রমিজ রাজা তামিমকে নিয়ে বাজে মন্তব্যও করেছিলেন।
তামিম রমিজ রাজাসহ সমালোচকদের সবাইকেই ব্যাট হাতে তোলপাড় সৃষ্টিকরা জবাব দিয়েছেন। তিনি এখন প্রতিটি ক্রিকেট দেশের মিডিয়ার শীর্ষ সংবাদ।
বিদেশের মাটিতে কোনো টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টপ স্কোরারে আসতে পারেননি। ক্রিকেট বিশ্বে এই নতুন নজির সৃষ্টিকরা টইগার ক্রিকেটারের নাম তামিম ইকবাল।
গোটা টুর্ণামেন্টে তামিম নিজেকে সেরা হিসাবে ধরে রাখতে পারলে তার সমালোচকদের আরো জবাব দিতে পারবেন তিনি।