এশিয়া কাপের সপ্তম ম্যাচে মঙ্গলবার রাতে ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচ জিতে ভারত চাইছে ফাইনাল নিশ্চিত করতে, অন্যদিকে শ্রীলঙ্কা চাইবে টুর্নামেন্টে টিতে থাকতে।
প্রথম দুই ম্যাচে জিতে ভারত অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে। অন্যদিকে আরব আমিরাতের সঙ্গে জিতলেও বাংলাদেশের কাছে হেরে অনেকটা শঙ্কায় রয়েছে শ্রীলঙ্কা।
আজ লঙ্কানদের হারাতে পারলেই ভারতের ফাইনাল অনেকটা নিশ্চিত হবে। না জিতলে আরব আমিরাতের জন্য অপেক্ষায় থাকতে হবে। অন্যদিকে মিরপুর শেরেবাংলা মাঠে আজ হেরে গেলে মালিঙ্গা বাহিনীর এশিয়া কাপে টিকে থাকার আশা প্রায় ক্ষীণ হয়ে যাবে। কারণ, শেষ প্রতিপক্ষ তাদের শক্তিশালী পাকিস্তান। এর আগে অবশ্য বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিলে তাদের আর আশা থাকবে না।
রাত সাড়ে সাতটায় খেলাটি শুরু হবে। জিটিভি ও বিটিভি খেলাটি সরাসরি সম্প্রচার করবে।