এশিয়া কাপের প্রথম দিনেই ভারতের বিপক্ষে ৪৫ রানে হেরে গেলেও বাংলাদেশ দলের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান তার ভক্ত-সমর্থকদের আশ্বাস দিয়েছেন, ‘আমরা আবারো আসব দৃঢ় প্রত্যয়ে জয়ের লক্ষ্য নিয়ে!
আগামীকাল শুক্রবার মাশরাফি-সাকিবদের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল। আর এ ম্যাচেই আগে ভক্তদের এমন আশ্বাস দিয়েছেন সাকিব।
ভারতের বিপক্ষে মাশরাফিদের শুরুটা উড়ন্তই দেখতে চেয়েছিল সবাই। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।
যদিও ধোনির দলের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো শুরু করেও সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফলে প্রথম ম্যাচে জয়টাও তাই হাতছাড়া হয়েছে টাইগারদের।
এদিন বল হাতে ভারতের বিপক্ষে ৩ ওভারে ১৫ রান খরচ করে সাকিব একটি উইকেট পান। ১৬ বলে ১৫ রান করা যুবরাজ সিংকে সাজঘরে ফেরান সাকিব। ফিল্ডিংয়ে রোহিত শর্মার ক্যাচ ফেলে দিয়ে সমালোচনার ঝড়ে পড়েন তিনি। ব্যাট হাতে এর উপযুক্ত জবাব দিতে পারতেন টাইগারদের সেরা অল রাউন্ডার।
সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে কোটি কোটি টাইগার সমর্থকদের আশার বানী শোনান। ভারতের বিপক্ষে ১৭ বলে ১৬ রান করে অপরাজিত থাকা মুশফিক তার পেজে জানিয়েছেন, ‘বাংলাদেশ প্রথম ম্যাচে ৪৫ রানের ব্যবধানে হেরেছে। আমরা খেলেছি টিম ইন্ডিয়ার বিপক্ষে। পরের ম্যাচেই আমরা পূর্ণশক্তিতে ফিরে আসব, ইনশাল্লাহ।
আগামীকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায় ৩০ মিনিটের দিকে। এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।