আইপিএল এই বছরের মতো শেষ। সেখানে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য ওয়েবসাইট ক্রিকইনফো এবার করেছে আইপিএলের সেরা একাদশ। নিয়ম অনুযায়ী চারজন বিদেশি খেলোয়াড় রাখা হয়েছে সেই একাদশে। এবং খুব স্বাভাবিকভাবে এই একাদশের উজ্জ্বল মুখ বাংলাদেশের বাঁ হাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজ এবারের আইপিএলের সবচেয়ে আলোচিত বোলার। আইপিএলের আগেই তার কাটার ও বোলিং বৈচিত্র্যে বিশ্ব মাতিয়েছেন। কিন্তু সবার মুখে মুখে ‘মুস্তাফিজ’ নামটা উঠে গেছে আইপিএল শুরু হতেই। চমৎকার পারফরম্যান্স দিয়ে তার শুরু ও শেষ। দল হায়দরাবাদ যে চ্যাম্পিয়ন হলো তাতে বড় অবদান কাটার-স্লোয়ার-ইয়র্কার ও গতি বৈচিত্র্যে সবার মন কাড়া মাত্র ২০ বছরের মুস্তাফিজ। হ্যামস্ট্রিং চোটের কারণে কেবল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি খেলতে পারেননি। মোট ১৬ ম্যাচ খেলেছেন। প্রথম বিদেশি হিসেবে এবারের আইপিএলের এমার্জিং প্লেয়ারের ট্রফিটাও জিতেছেন এই রহস্য বোলার।
ক্রিকইনফো বলছে, কাটারে নিজের জাত চিনিয়ে সময়ের রাশ টেনে ধরা বোলার মুস্তাফিজ। তার বলে আউট হওয়া যেকোনো ব্যাটসম্যানের কাছে জানতে চান তার সম্পর্কে। জানা যাবে আতঙ্কের কথা। দারুণ ইয়র্কারও আছে মুস্তাফিজের। এমনই একটি আন্দ্রে রাসেলকে তার স্টাম্পের মতো ভূপাতিত করে ছেড়েছিল। এবারের আইপিলে যে ছবিটি টুর্নামেন্টের প্রতিকৃতি হয়ে আছে।
তো ক্রিকইনফোর গড়া আইপিএল একাদশে মুস্তাফিজের সতীর্থ কারা?
১. বিরাট কোহলি- ৯৭৩ রান। ১৫২.০৩ স্ট্রাইক রেট।
২. ডেভিড ওয়ার্নার- ৮৪৮ রান। ১৫১.৪২ স্ট্রাইক রেট।
৩. এবি ডি ভিলিয়ার্স- ৬৮৭ রান। ১৬৮.৭৯ স্ট্রাইক রেট।
৪. লোকেশ রাহুল- ৩৯৭ রান। ১৪৬.৪৯ স্ট্রাইক রেট।
৫. ইউসুফ পাঠান- ৩৬১ রান। ১৪৫.৫৬ স্ট্রাইক রেট।
৬. ক্রিস মরিস- ১৯৫ রান। ১৭৮ স্ট্রাইক রেট। ১৩ উইকেট। ৭.০০ ইকোনোমি রেট।
৭. ক্রুনাল পান্ডিয়া-২৩৭ রান। ১৯১.১২ স্ট্রাইক রেট। ৬ উইকেট। ৭.৫৭ ইকোনোমি রেট।
৮. ভুবনেশ্বর কুমার- ২৩ উইকেট। ৭.৪২ ইকোনোমি রেট।
৯. যুজবেন্দ্র চাহাল- ২১ উইকেট। ৮.১৫ ইকোনোমি রেট।
১০. ধাওয়াল কুলকার্নি- ১৮ উইকেট। ৭.৪২ ইকোনোমি।
১১. মুস্তাফিজুর রহমান- ১৭ উইকেট। ৬.৯০ ইকোনোমি রেট।