অসাধারণ বোলিং করে পুরো আসরেই আলোচনায় ছিলেন মুস্তাফিজুর রহমান। অথচ ইনজুরির কারণে ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচটাই কিনা খেলতে পারলেন না বাংলাদেশের এই পেসার। তাঁকে ছাড়াই অবশ্য দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট লায়নসকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। আগামীকাল বেঙ্গালুরুর ফাইনালে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অ্যারন ফিঞ্চের হাফসেঞ্চুরি (৫০) এবং ব্রেন্ডন ম্যাককালামের ৩২ রানে ভর করে ১৬২ রান করে গুজরাট। ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ে তা ৪ বল বাকি থাকতে টপকে গেছে হায়দরাবাদ (১৬৩/৬)। ৫৮ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ৯৩* রানের টর্নেডো ইনিংস খেলেছেন হায়দরাবাদ অধিনায়ক। ক্রিকইনফো