ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়েছেন হোসে মরিনহো। এই পর্তুগিজের কোচের দায়িত্ব নেওয়ার আগে থেকেই শোনা যাচ্ছিল গ্রীষ্মের দলবদলে তিনি ওল্ড ট্র্যাফোর্ডে আনতে চান আন্তোয়ান গ্রিয়েজমানকে। ক্রিস্তিয়ানো রোনালদোকে ‘ঘরে’ ফিরে আনার গুঞ্জন তো সেই কবে থেকেই। সেই হিসাবে সতীর্থ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে রোনালদো-গ্রিয়েজমানের।
সবই কাল্পনিক, বাস্তবতার সঙ্গে মিল নেই কোনো। মিলানের আজকের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে কাল্পনিক এই ছবিটা চিন্তা করাটাও তো কঠিন। যেখানে কিনা রিয়াল ও অ্যাতলেতিকোর স্বপ্নপূরণের মশাল হাতে দাঁড়িয়ে এই দুজন।
সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়ার পর থেকে মদ্রিদের ক্লাবটির প্রাণভোমরা রোনালদো। সাফল্য খুব বেশি ধরা না দিলেও ব্যক্তিগত পারফরম্যান্সে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় পর্তুগিজ যুবরাজ আছেন সব সময়। গোলের পর গোল করে রোনালদো অন্যের রেকর্ড তো ভাঙছেনই, সঙ্গে নিজের গড়া রেকর্ডও লিখছেন নতুন করে। এবারের চ্যাম্পিয়নস লিগেও আসতে পারে এমন এক উপলক্ষ। আর একটি মাত্র গোল চাই তাঁর, তাহলেই চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন এই উইঙ্গার। ২০১৩-১৪ মৌসুমে ১৭ গোল করে তিনিই গড়েছিলেন রেকর্ডটি। দুই বছর পর শিরোপা উৎসবের সঙ্গে সর্বোচ্চ গোলের রেকর্ড নতুন করে লিখতে পারলে উৎসবে যোগ হবে বাড়তি রসদ। ‘গোল মেশিন’ রোনালদোর এ জন্য চাই মাত্র দুটি গোল। ক্যারিয়ারে ৪১ বার হ্যাটট্রিক আনন্দে মাতা রোনালদোর জন্য এ আর এমন কী কঠিন!
লিসবনের ওই ফাইনালের পর ভিসেন্তে কালদেরনে যোগ দিয়েছেন গ্রিয়েজমান। অ্যাতলেতিকোর জার্সিতে প্রাপ্তির খাতায় শুধু স্প্যানিশ সুপার কাপের শিরোপা। এবার সব অপূর্ণতা দূর হয়ে যেতে পারে মিলান জয়ে। একই সঙ্গে অ্যাতলেতিকোর ক্লাব ইতিহাসে ধরা দেবে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। দলীয় পারফরম্যান্সেই এই রূপকথা, তবে আলাদা করে বলতেই হবে ফরাসি এই ফরোয়ার্ডের কথা। প্রয়োজনের মুহূর্তে অসাধারণ সব গোল করে অ্যাতলেতিকোকে তুলেছেন ফাইনালে। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচটাই জলজ্যান্ত প্রমাণ। চলতি চ্যাম্পিয়নস লিগে ৭ গোল করা এই গ্রিয়েজমানের দিকে আজও তাকিয়ে মাদ্রিদের ‘ছোট’রা। এপি