শুরু থেকেই ধারাবাহিকতা দেখাতে চূড়ান্ত ব্যর্থ। যদি ধারাবাহিকতা দেখাতে পারত, তাহলে প্লে অফের জন্য ভাবতেই হত না জাহির খানদের। ১২ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে দিল্লি ডেয়ারডেভিলস। প্লে অফের ছাড়পত্র পেতে গেলে বাকি দুটি ম্যাচে জিততেই হবে। এই অবস্থায় আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি।
প্লে অফের ছাড়পত্র আগেই এসে যাওয়ায় চাপ ছাড়াই মাঠে নামছে সানরাইজার্স। অন্যদিকে, দিল্লির ওপর পাহাড়প্রমাণ চাপ। সানরাইজ়ার্সের কাছে হারলেই প্লে অফের সম্ভাবনা শেষ হয়ে যাবে। “ডু অর ডাই” ম্যাচে মাঠে নামার আগে ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে চিন্তিত ডেয়ারডেভিলস শিবির। কারণ, আগের দুটি ম্যাচে ব্যাটসম্যানরাই ডুবিয়েছে। কুইন্টন ডি’কক ছাড়া কোনও ব্যাটসম্যানই ধারাবাহিকতা দেখাতে পারেননি। ডুমিনিসহ ভারতীয় ব্যাটসম্যানরা চূড়ান্ত ব্যর্থ।
অন্যদিকে, ধারাবাহিকতার দিক দিয়ে অন্য দলগুলিকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদ। প্রথম দুটি ম্যাচ ছাড়া পরপর বাকি দুটি ম্যাচ আর হারেনি। ডেভিড ওয়ার্নারদের লক্ষ্য দিল্লিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখা। পাশাপাশি ১ নম্বরে থেকেই গ্রুপ লিগ শেষ করতে চায়। চোটের জন্য আশিস নেহরার ছিটকে যাওয়াটা অবশ্য বড় ধাক্কা সানরাইজার্সের কাছে।