আফগানিস্তানের ক্রিকেটারদের গুলির শব্দে সকালের ঘুম ভাঙে। মোরগের ডাকে ওঁদের ঘুম ভাঙে না। শোনা যায়, আফগান ক্রিকেটাররা নাকি খুবই সহজ-সরল প্রকৃতির। ভালে মানুষও বটে তাঁরা। মনের আনন্দে তাঁরা মাঠে নামেন। মাঠে নিজেদের নিংড়ে দেন। জিতলে ঠিক আছে। হেরে গেলেও ক্ষতি নেই। ফিটনেস ট্রেনিংও করেন আফগান ক্রিকেটাররা। আফগানদের চেহারা বেশ ভাল। তাঁরা ভোজনরসিক বলেও সুনাম আছে।
ক্রিকেট দুনিয়া এমনিতেই জটিল। সেই জটিলতা তাঁদের এখনও স্পর্শ করে উঠতে পারেনি বলেই মনে করেন ক্রিকেটবিশেষজ্ঞরা। মনের আনন্দে তাঁরা মাঠে নামেন। মাঠে নিজেদের নিংড়ে দেন। জিতলে ঠিক আছে। হেরে গেলেও ক্ষতি নেই। ফিটনেস ট্রেনিংও করেন আফগান ক্রিকেটাররা। আফগানদের চেহারা বেশ ভাল। তাঁরা ভোজনরসিক বলেও সুনাম আছে।
আফগান ক্রিকেটাররা জিম শেষ করেই গ্রিল করা আস্ত ভেড়া খেয়ে নেন। এমন গল্প শোনা যায় আফগান ক্রিকেটারদের সম্পর্কে।