আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ফুটবলার রদ্রিগো ইস্পিনদোলা ডাকাতের গুলিতে প্রাণ হারিয়েছেন। নিজের টুইটারে ইস্পিনদোলার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ক্লাব নুভা শিকাগোর সভাপতি ড্যানিয়েল ফেরেইরো। আর্জেন্টিনার ফুটবলের সর্বোচ্চ সংস্থাও (আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন) ইস্পিনদোলার মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে। একটি বিবৃতিতে তারা জানায়, আজকের দিনটি আর্জেন্টিনা ফুটবলে খুবই শোকের দিন। সেই সঙ্গে ইস্পিনদোলার আত্মার শান্তিও কামনা করেছে তারা।
নিজ বাড়িতে ডাকাতের আক্রমণের শিকার হন ইস্পিনদোলা। বাধা দিতে গেলে তাকে গুলি করা হয়। তার পেটে একের পর এক গুলি করতে থাকে ডাকাতের দল। আহত অবস্থায তাকে দ্রুত সান্তা মারিয়া হাসপাতালে নেওয়া হয়। সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা অস্ত্রোপচার করেন। তবে শেষ রক্ষা করা সম্ভব হয়নি। তিনি পাড়ি জমান না ফেরার দেশে।
মৃত্যুকালে ইস্পিনদোলা স্ত্রী ও ছয় মাস বয়সী একটি পুত্রসন্তান রেখে গেছেন। ইস্পিনদোলার দেশের হয়ে জাতীয় জার্সি গায়ে খেলা হয়ে ওঠেনি। তিনি প্রধানত নুভা শিকাগোর হয়ে খেলতেন। এ ছাড়াও তিনি দেশটির চাচারিতা জুনিয়র্স ও রেসিং ক্লাবের হয়েও খেলেছেন।