২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও কি ভারতকে নেতৃত্ব দেবেন এমএস ধোনি? তেমনটা ঘটলে খুব অবাক হবেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি মনে করেন, শিগগিরই সীমিত ওভারে দেশকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব বিরাট কোহলিকে দেয়া উচিৎ। নির্বাচকদের ভবিষ্যৎ পরিকল্পনা করার তাগাদা দিয়েছেন সৌরভ।
“ধোনি ৯ বছর ধরে নেতৃত্ব দিচ্ছে। এটা লম্বা সময়। অধিনায়কের কাজটা দারুণভাবে করেছে সে। কিন্তু ভারতকে আরো চার বছর ২০১৯ পর্যন্ত নেতৃত্ব দেয়ার সামর্থ্য কি তার আছে? টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছে সে। এখন খালি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে।” ধোনির আগে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন সৌরভ। এখন ক্রিকেট প্রশাসক হয়ে যাওয়া সৌরভ বলেছেন, “ধোনিকে ২০১৯ পর্যন্ত ভারতের নেতৃত্বে দেখতে চায় কি না তার জবাব নির্বাচকদের খুঁজতে হবে। যদি জবাব না হয় তাহলে নতুন অধিনায়ক বেছে নিতে হবে। জবাব হ্যাঁ হলে ধোনি থাকুক। যদিও আমার তাতে খুব অবাক লাগবে।”
দেশের ভবিষ্যৎকে সামনে রেখে সৌরভ বলেছেন, “বিশ্বের সব দলই ভবিষ্যৎ পরিকল্পনা করে। আমার প্রশ্ন হলো ৩/৪ বছর পরও নির্বাচকরা ভারতের অধিনায়ক হিসেবে এমএস ধোনিকে দেখে কি না?” সৌরভ অবশ্য ধোনিকে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জন্য এখনো প্রয়োজনীয় মানেন, “আমি বলছি না তাকে ক্রিকেট ছাড়তে হবে। আমার মনে হয় ছোটো সংস্করণের ক্রিকেট খেলে যাক সে। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের এখনো তাকে দরকার।”
টেস্টে অধিনায়ক হিসেবে সাফল্য পাওয়া কোহলির ব্যাপারে সৌরভ বলেছেন, “বিরাট কোহলি দিনে দিনে আরো ভালো হচ্ছে। ধারাবাহিকতায় এখন সম্ভবত সেই বিশ্বের সেরা। তার মানসিক শক্তি অকল্পনীয়। মাঠে তার চাল চলন অসাধারণ। টেস্ট অধিনায়ক হিসেবে তার রেকর্ডও দারুণ। ধোনি কি করতে চায় তার ওপর নির্ভর করছে কোহলির হাতে নেতৃত্ব দেওয়ার ব্যাপারটি। তাকে (ধোনি) অসম্মান করা যাবে না। দেশের মহান অধিনায়কদের একজন সে।”