ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিরাট কোহলির অসাধারণ সেঞ্চুরিতে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার রাতে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ৭ উইকেটের এই জয় পেয়েছে তারা।
নবম আসরের ৩৫ তম ম্যাচে বেঙ্গালুরুর চেন্নাশামী স্টেডিয়ামে টস জিতে বেঙ্গালুরু অধিনায়ক কোহলি প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পুনেকে। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে পুনে। এদিন দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করে আজিঙ্কে রাহানে। এই ইনংস খেলতে তিনি বল খরচ করেন ৪৮টি। এছাড়া সৌরভ তিওয়ারির করেন ৩৯ বলে ৫২ রান।
বেঙ্গালুরুর পক্ষে ২৪ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন ওয়াটসন।
জয়ের জন্যে ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দুর্দান্ত শতকে মাত্র ৩ উইকেট হারিয়ে দারুণ এক জয় তুলে নেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।