ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বাজে পারফরম্যান্সে ভুগছে। ৭টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে দল। একে তো পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই, তার ওপর আবার স্লো ওভার বোলিংয়ের কারণে দুই ম্যাচে জরিমানার কবলে পড়েছেন কোহলি। তবে একই ভুল তারা তৃতীয়বার করলে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হবে দলপতি কোহলিকে।
রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ম্যাচে ধীরগতির বোলিংয়ের কারণে কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। এরপর তারা সেই একই ভুল আবার করে বসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেও। ফলে কোহলিকে সেবার দ্বিগুণ জরিমানা গুনতে হয়েছে। তৃতীয়বার যদি তারা এ ভুল করে তাহলে কিন্তু শুধু জরিমানাতেই শেষ হবে না শাস্তি। ১ ম্যাচের জন্য নিষিদ্ধও হতে পারেন কোহলি। এ আদেশ দিয়েছে স্বয়ং আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএলের আচরণবিধি অনুযায়ী ‘যদি কোনো দল এক মৌসুমে একই অপরাধ (স্লো ওভার রেট) তিনবার করে তবে দলটির অধিনায়ককে ৫০ হাজার ডলার জরিমানাসহ ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।’
তাই কোহলির দল বেঙ্গালুরু যদি আবারও নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারে তবে তাকে ১ ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি গুনতে আরও ৩০ লাখ রুপি জরিমানা।
এবারের আসরে বেঙ্গালুরু পারফরম্যান্সহীনতায় ভুগলেও কোহলি কিন্তু দারুণ ফর্মে রয়েছেন। ৭ ম্যাচে খেলে ৪৪৩ রান সংগ্রহ করে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।