আগের ম্যাচে সেঞ্চুরি মিস করেছেন। আউট হয়েছিলেন ৭২ রানে। কিন্তু এবার সুযোগ হারালেন না মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট অধিনায়ক এবারের ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি তুলে নিলেন। মোহামেডানের অধিনায়ক অবশ্য ১০৪ রান করেই আউট হয়ে গেছেন। গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। এরপর আবার তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন ঘরোয়া লিগে।
বিকেএসপিতে মোহামেডান খেলছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ে নামে মুশফিকের দল। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর মুশফিক নামেন। এরপর ৬২ রানে ৪ উইকেট হারানো দল হয়ে যায় দল। একটু সময় নিয়ে হাত খুলেছেন মুশফিক। প্রথম বাউন্ডারির শটটি সোহরাওয়ার্দি শুভকে মারা তার ছক্কা। অভিজ্ঞ ও বর্ষীয়ান ফয়সাল হোসেন ডিকেন্সের (২৬) সাথে পঞ্চম উইকেটে ১০১ রানের জুটি গড়েছেন মুশফিক। জুটির বেশির ভাগ রানই তার।
৫৭ বলে ফিফটি করেছেন মুশফিক। ছিল ৪টি ছক্কা। এরপর ৭০ বলে ৭০ ও হলো। ওটা ২৯তম ওভারের কথা। কিন্তু তারপর থেকে সেঞ্চুরির জন্যই হয়তো শটে লাগাম দিলেন মুশফিক। সেঞ্চুরি করেছেন ৪৩তম ওভারে। মাঝের সময়টাতে কোনো চার ছয়ের মার নেই মুশফিকের। দারুণ সতর্ক ছিলেন তিনি। ১০৫ বলে সেঞ্চুরি করেছেন ৪টি চার ও ৫টি ছক্কায়। এরপর হয়তো রানের গতি বাড়াতে চেয়েছিলেন। কিন্তু লঙ্কান বাঁ হাতি স্পিনার চতুরঙ্গা ডি সিলভার বলে প্রতিপক্ষ অধিনায়ক নাদিফ চৌধুরীকে ক্যাচ দিয়ে ফিরেছেন। শেষ হয়েছে ১০৮ বলে মুশফিকের ১০৪ রানের ইনিংস। ৪৪তম ওভারে মোহামেডানের রান তখন ৬ উইকেটে ১৮৮।