নির্বাচনী প্রচার : বাফুফে সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিন সদলবলে গতকাল সাক্ষাৎ করেছেন শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের (মাঝে কথা বলছেন) সঙ্গে। শেখ রাসেল চেয়ারম্যান ফুটবল উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। ছবি : কালের কণ্ঠ
অ- অ অ+
ফুটবলের নির্বাচনে সমর্থনের জন্য মরিয়া হয়ে ক্লাবে ক্লাবে ঘুরছেন কাজী সালাউদ্দিন ও তাঁর প্যানেলের লোকজন। দল বেঁধেই গতকাল শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যানের দ্বারস্থ হয়ে আনুকূল্য প্রত্যাশা করেছেন। শেখ রাসেলের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরও কথা দিয়েছেন, ফুটবলের উন্নয়নে তাঁর সহযোগিতা থাকবে সব সময়।
কয়েক দিন ধরে কাজী সালাউদ্দিনের দলবল বিভিন্ন ক্লাবে গিয়ে ভোট প্রার্থনা করছেন। গতকাল শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাজী সালাউদ্দিন। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বোর্ডরুমে অনুষ্ঠিত এই সাক্ষাত্কারপর্বে সভাপতি প্রার্থী সালাউদ্দিন প্রথমে ফিরে যান তাঁর খেলোয়াড়ি জীবনে, ‘১৯৭২ সালে আবাহনী ক্লাবে আমার প্রথম অধিনায়ক ছিলেন সাদেক ভাই (আবদুস সাদেক)। তারপর এই খেলাধুলার সুবাদে শাহ আলম ভাইয়ের (বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান) সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর মতো। তাঁর ছেলে এবং শেখ রাসেল চেয়ারম্যান আনভীর সাহেবের কাছে এসেছি আমি অধিকার নিয়েই। তাঁর সমর্থন চাই আমি।’ এ সময় উপস্থিত সালাউদ্দিন প্যানেলের সদস্য প্রার্থী ও আবাহনীর সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদও আবাহনী ক্লাবে বসুন্ধরা গ্রুপের অবদানের কথা স্বীকার করে স্মৃতিচারণা করেন। হালের ফুটবলে বসুন্ধরা গ্রুপের ব্যাপক অবদানের কথা স্বীকার করে সালাউদ্দিন বলেছেন, ‘আমি খুব ভালো করে জানি, বসুন্ধরা গ্রুপ ফুটবলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে পৃষ্ঠপোষকতা করছে, ভালো দল গঠন করেছে। এ ছাড়া শেখ জামালের পেছনেও আছে তারা। জাপানের ফুটবল এগোনোর পেছনেও আছে এরকম বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবদান। আমি আশা করব, আমাদের দেশের বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানটিও দেশের ফুটবল উন্নয়নে অবদান অব্যাহত রাখবে।’
শেখ রাসেল চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর বলেছেন, ‘আমাদের পরিবারটা ক্রীড়া পরিবার হয়ে গেছে। বাবা-চাচার সুবাদে আমাদেরও পেয়ে বসেছে ক্রীড়াঙ্গনের নেশায়। আমি চেষ্টা করছি শেখ রাসেলকে দুর্দান্ত একটা জায়গায় তুলে নিতে।’ বসুন্ধরা গ্রুপ আগে থেকে শেখ রাসেল ক্রীড়াচক্রের পৃষ্ঠপোষকতা করলেও দুই বছর ধরে এই ক্লাবটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এটি ছাড়াও আরো কয়েকটি ফুটবল দল এবং ক্রিকেটসহ অন্যান্য খেলায় পৃষ্ঠপোষকতা করে দেশের অন্যতম বৃহৎ এই ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাদের এই সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সায়েম সোবহান আনভীর বলেছেন, ‘ফুটবলের সঙ্গে আমরা সব সময় আছি এবং এর উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের তিন পরিচালক কিসমত জামিল আখন্দ লাভলু, নঈম নিজাম ও সালেহ জামান সেলিম ছাড়াও বাফুফের দুই সহসভাপতি প্রার্থী সামসুল হক চৌধুরী, বাদল রায়সহ প্যানেলের অন্য সদস্য প্রার্থীরা।