আফগানিস্তানের সাথে সম্পর্কটা চুকিয়ে দেশের ক্রিকেটেই ফিরছেন ইনজামাম-উল-হক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে প্রধান নির্বাচকের পদে বসাচ্ছে। সাবেক এই ব্যাটসম্যান তাই আফগানদের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন।
ইনজির পদত্যাগের খবরটা দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শফিক স্তানিকজাই, “ই-মেইলে ইনজামামামের পদত্যাগের চিঠি পেয়েছি আমরা। শাহরিয়ার খান (পিসিবি চেয়ারম্যান) আমাকে ফোন করে ইনজামাম-উল-হককে ছেড়ে দেয়ার অনুরোধ করেছেন। তারা তাকে নিতে চায়। আমরা দেশপ্রেমিক মানুষ। ইনজামামকে যদি তার দেশের দরকার পড়ে তাহলে আমরা তাকে ছেড়ে দিচ্ছি।”
গত বছরের শেষের দিকে আফগানিস্তানের জিম্বাবুয়ে সফরের আগে কোচ হয়েছিলেন ইনজি। জিম্বাবুয়েকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আফগানরা হারানোর পর তার সাথে চুক্তি নবায়ন করা হয়। এই বছরের ডিসেম্বর পর্যন্ত নতুন চুক্তি হয়। এর মধ্যে আফগানদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যান ইনজি। সেখানে বাছাই পর্ব পেরিয়ে সুপার টেনেও খেলে আইসিসির সহযোগী সদস্য আফগানিস্তান। শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ওয়েস্ট ইন্ডিজকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারিয়ে ইতিহাস গড়েছিল আফগানরা। তবে তাদের সাথে চুক্তি শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন ইনজামাম।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজি এর আগে ২০১২-১৩ তে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি পাকিস্তানকে ৩১ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। যার ১১টি জিতেছিল পাকিস্তান, ১১টি হেরেছিল। ৯টি ড্র হয়েছিল। ৮৭টি ওয়ানডেতেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন ইনজি। এর ৫১টি জিতেছে পাকিস্তান। হেরেছে ৩৩টি। ক্যারিয়ারের ১২০ টেস্টে ২৫ সেঞ্চুরিতে ৪৯.৬০ গড়ে ৮৮৩০ রান তার। আর ৩৭৮ ওয়ানডেতে ১০টি সেঞ্চুরিতে ১১৭৩৯ রান ইনজির।