থেমে গেছে অশ্বমেধের ঘোড়া, বসে গেছে রথের চাকা। টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকা দলটির খেলোয়াড়দের চোখেমুখে হতাশার ছাপ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে যাওয়ার পর আজই মাঠে নামছে বার্সেলোনা, লা লিগার ৩৩তম রাউন্ডের ম্যাচে। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, যাদের মাস দুয়েক আগে কোপা দেল রে’র ম্যাচে কাতালানরা হারিয়েছিল ৭-০ গোলের বিশাল ব্যবধানে। অথচ সেই দলেরই এখনকার কোচ পাকো আয়েস্তারান জোর গলাতেই বলছেন, তাঁরা কোনো ভয়টয় পাচ্ছেন না!
৭ গোল হজমের সেই ম্যাচে ভ্যালেন্সিয়ার কোচ ছিলেন গ্যারি নেভিল। চাকরিটা তিন মাসের বেশি টেকেনি তাঁর, এখন কোচের চেয়ারে আয়েস্তারান, ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তাঁর দৃপ্ত কণ্ঠস্বর, ‘আমি ম্যাচের আগে কখনো ভয় পাই না। ভয় তখনই লাগবে যখন কারো প্রস্তুতি খারাপ হয়, আমার দল পুরো প্রস্তুত।’ লিগে এল ক্লাসিকো হারের পর রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছে বার্সা, ছিটকে গেছে চ্যাম্পিয়নস লিগ থেকেও। এমন দুঃসময়ে ভ্যালেন্সিয়ার জয়ের সুযোগ বেশি কি না, এমন প্রশ্নে কোচের উত্তর, ‘বার্সেলোনার মতো বড় দলগুলো যখন টানা কয়েকটা ম্যাচ খারাপ করে, তখন তাদের সামনে পড়ার চেয়ে যখন তারা ভালো করছে এমন সময়ই তাদের মুখোমুখি হতে পছন্দ করব। কারণ তখন তাদের চমকে দেওয়া যায়।’ বার্সা কোচ লুই এনরিকে অবশ্য প্রতিপক্ষ নয় নিজেদের নিয়েই বেশি ভাবনায়, ‘এ ধরনের পরিস্থিতিতে পড়লে উত্তরণের জন্য প্রচণ্ড চেষ্টার দরকার। আমাদের অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে। মাঠে পরস্পরকে সহায়তা করতে হবে, একজোট হতে হবে এবং সমর্থকদেরও পাশে থাকতে হবে।’
এ সপ্তাহটা বেশ ব্যস্ত কাটবে মেসি-নেইমারদের, নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার পর বুধবার দেপোর্তিভো লা করুনার মাঠে গিয়ে খেলতে হবে। এরপর শনিবারেই আবার স্পোর্তিং গিজনের সঙ্গে ম্যাচ। তবে এসব নিয়ে এখনই ভাবছেন না এনরিকে, ‘আগামী তিনটি ম্যাচের দুটিই নিজেদের মাঠে, তাই আমি আশাবাদী। যদিও এ পরিস্থিতিটা আমার ভালো লাগছে না, তবে আমরা লিগ চ্যাম্পিয়ন হতেই পারি। কাজটা অবশ্য সহজ হবে না, আর আমরাও কিন্তু কখনো বলিনি কাজটা সহজ হবে।’ ট্রেবল জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর, এবার লিগ ও কাপ জিতে টানা দ্বিতীয় মৌসুম ডাবল জয়ের রেকর্ডটা গড়ার দিকেই এনরিকের চোখ, ‘আমাদের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ। খুব কম দলই স্পেনের ইতিহাসে টানা দুই মৌসুম লিগ ও কাপ জিততে পেরেছে।’ কিছুদিন আগেও যাদের জন্য লা লিগা জয়টা স্রেফ সময়ের ব্যাপার মনে হচ্ছিল, টানা দুটি হারে আচমকাই সেই সম্ভাবনায় লেগেছে ধাক্কা। সেই ধাক্কা কাটিয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কি স্বরূপে ফিরবেন এমএসএন, নাকি লম্বা হবে দুঃসময় সেই প্রশ্নেরই উত্তর দেবে আজ ন্যু ক্যাম্পের ৯০ মিনিট। কাল বার্সেলোনার আগে অবশ্য মাঠে নামবে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে নাম লেখানো অ্যাতলেতিকো মাদ্রিদও, তাদের প্রতিপক্ষ গ্রানাদা।
ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার তিনটি ম্যাচ। ইউরোপা লিগের সেমিফাইনালে ওঠা লিভারপুলের আজকের প্রতিপক্ষ বোর্নমাউথ, শিরোপাপ্রত্যাশী লিস্টার সিটি নিজেদের মাঠে খেলবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে আর আর্সেনালের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। লিভারপুলের কাছে হেরে ইউরোপা লিগ থেকে ছিটকে পড়া বরুশিয়া ডর্টমুন্ড বুন্দেসলিগায় আজ খেলবে হামবুর্গের বিপক্ষে। গোলডটকম