ক্রিস্তিয়ানো রোনালদো আসাধারণ ফুটবলার। দুর্ধর্ষ অ্যাথলেট। হ্যান্ডসাম মানুষ। খেলা দিয়ে মুগ্ধ করে রেখেছেন বিশ্বের ফুটবল প্রেমীদের। কিন্তু এর বাইরেও আরো অনেক ব্যাপার আছে রোনালদোর যা আপনাকে অভিভুত করবে।
হার্টের সমস্যা:
১৫ বছর বয়সে রোনালদোর হার্টের গুরুতর সমস্যা হয়েছিল। তাকে সারিয়ে তুলতে বাবা-মায়ের অনেক টাকা খরচ করতে হয়েছে। জটিল অস্ত্রোপচার হয়েছিল রোনালদোর। আবার খেলার কথা ভুলে যেতে বলা হয়েছিল তাকে। কিন্তু এখনকার রোনালদোকে দেখে কে বলবে এমন একটি সঙ্কটের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তার টিনেজ বয়সেই!
মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসা:
মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসার ইতিহাস আছে রোনালদোর। ৯ বছর বয়সী এক ছেলের ব্যয়বহুল চিকিৎসার খরচ তিনি নিয়েছিলেন বলে জানা যায়। ছেলেটি ক্যান্সারে ভূগছিল। রিয়াল মাদ্রিদের ফ্যান সে। তার কথা জেনে এগিয়ে যান রোনালদো।
ছেলেবেলার বন্ধুত্ব ও কৃতজ্ঞতা
ছেলেবেলার বন্ধু হোসে সেমেদো। পর্তুগালে এক সাথে বেড়ে উঠেছেন। একদিন একটি ক্লাব তাদের দলের নতুন সদস্য নিতে এলো। বলা হলো, ম্যাচে যে বেশি গোল করবে তাকে নেয়া হবে। সেমেদো গোল করে রোনালদোকে পেছনে ফেলতে পারতেন। কিন্তু শেষ মুহূর্তে রোনালদোকে বল দিলেন, তিনি গোল করলেন। এরপর রোনালদো দ্রুত এগিয়ে গেলেও পিছিয়ে পড়েন সেমেদো। তাকে ভোলেননি রোনালদো। বন্ধু বেকার। আর তার বিলাসবহুল জীবন ধারণের সব খরচই বহন করেন তিনি।
মদ-সিগারেট মুক্ত:
জীবন তার কঠিন ছিল। বাবা ছিলেন মদে আসক্ত। ৫২ বছর বয়সে মৃত্যু হয়েছে তাতেই। মদের এক ফোটাও কখনো গ্রহণ না করার পণ আছে রোনালদোর। তার টিনেজার ও তরুণ ফ্যান অনেক। রোনালদো চান মদ-সিগারেট ছাড়াও যে অসাধারণ জীবন যাপন করা যায় সেই উদাহরণ ভক্তদের সামনে তুলে ধরতে।