শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা ওই মাইলফলকের কাছে এসে দাঁড়িয়েছিলেন আগেই। কিন্তু ইনজুরির কারণে তিনি প্রথম হতে পারলেন না। তাকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ফাস্ট বোলার ডোয়াইন ব্রাভো হলেন ইতিহাসের প্রথম। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শের রেকর্ড গড়েছেন ডিজে ব্রাভো। সোমবার আইপিএলে গুজরাট লায়ন্সের এই বোলার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট। তাতে অসাধারণ মাইলফলক পেরিয়ে এখন ৩০২ উইকেট ব্রাভোর। ২৯৯ উইকেট মালিঙ্গার।
৩২ বছরের ব্রাভো কদিন আগে ক্যারিবিয়ানদের বিশ্বকাপ জয়ে রেখেছেন বড় ভূমিকা। আর এবার আইপিএল শুরু করলেন স্টাইলের সাথে। পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে গুজরাট। পাঞ্জাব করেছিল ৬ উইকেটে ১৬১ রান। ১৪ বল হাতে রেখেই জিতেছে ব্রাভোর দল। আর ব্রাভো ৪ ওভারে ২২ রানে নেন ৪ উইকেট। ১২তম ওভারে ২ উইকেট নিয়েছেন এই ডান হাতি সিমার। ম্যাচের শেষ ওভারে পরপর দুই বলে শিকার করেছেন আরো দুই উইকেট। মালিঙ্গার পেছন থেকে উঠে এসে তাকে ছাড়িয়ে গিয়ে ইতিহাস গড়েছেন ব্রাভো।
২০০৬ সাল থেকে খেলছেন। ২৯২ ম্যাচে ব্রাভো ৩০২ উইকেট নিয়েছেন ২৪.০৪ গড়ে। ইকোনোমি ৮.০০। ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী এই বোলার যেভাবে খেলছেন তাতে তাকে ছাড়িয়ে যাওয়া হবে কঠিন। মালিঙ্গা এখনো খেলছেন। কিন্তু এরপর থাকা চারজন অবসরে গেছেন। সাঈদ আজমল ২৪০ ও শহীদ আফ্রিদি ২৩০ উইকেট নিয়ে তার পরে আছেন। ১৮৬ ম্যাচে ২২৫ উইকেট নিয়ে সাকিব আল হাসান আছেন আফ্রিদি ও একজনের পর। ব্রাভোর সাথে তার কাছাকাছি থাকা তিনজনেরও বিস্তর ফারাক! ব্রাভো খেলেন বিশ্বের নানা প্রান্তের ঘরোয়া লিগে। আইপিএল ছাড়াও বাংলাদেশের বিপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্ল্যাস্ট, পাকিস্তানের সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ থিম সং ‘চ্যাম্পিয়ন’ এর স্রষ্টা ডিজে ব্রাভো।