89-1বড় ধরনের একটি আঘাত খেয়েছে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দারাবাদ। কয়েকদিন আগে ভারতে যান মুস্তাফিজ।৯ এপ্রিল শুরু হবে আইপিএল। এর আগের দিন হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে মুস্তাফিজুর রহমানের সাথে একটি কষ্টদায়ক খবর পেয়েছে তার দলের সবাই।
বিশ্বকাপের সময় আহত হন যুবরাজ সিং। বিশ্বকাপে গেইলদের বিপক্ষে দলের হয়ে খেলতে পারেনি তিনি। এই যুবরাজকে নিয়ে দুঃসংবাদ।
মুস্তাফিজের দলের সেরা এই অল রাউন্ডারকে প্রথম রাউন্ডে পাচ্ছে না হায়দারাবাদ। তাকে নিয়ে চিন্তায় দলের কোচ টম মুডি।
টম মুডি বলেন, আরও দুই সপ্তাহের মত লাগবে তাকে সুস্থ হতে। যুবরাজ শুধু একজন তারকা ব্যাটসম্যানই নয় দলের সেরা বোলিং হাতিয়ারও।
টম মুডি বলেন, মিডল আডারে তার বিকল্প নেই। দলের জন্য ব্রেক থ্রু এনে দিতে পারেন যুবরাজ সিং। টম মুডি বলেন, এখন আমরা তার অভাব অনুভব করব।