মৌসুমের শুরু থেকে অদম্য গতিতে এগিয়ে চলা বার্সেলোনা আরেকটি ধাক্কা খেলো। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারের পর শনিবার রিয়াল সোসিয়েদাদের মাঠে একমাত্র গোলে হেরে গেছে বর্তমান চ্যম্পিয়নরা।
লিগে বার্সেলোনার টানা দুই হারের সুযোগে ব্যবধান কমিয়ে শিরোপা লড়াই জমিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। লুইস এনরিকের দলের চেয়ে আতলেতিকো ৩ ও রিয়াল ৪ পয়েন্ট পিছিয়ে; হাতে আছে আরও ছয়টি ম্যাচ।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়া উচিত ছিল বার্সেলোনার। ডি-বক্সের ভেতর অনেকটা ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি লুইস সুয়ারেসের বদলে খেলতে নামা মুনির এল হাদ্দাদি।
পরের মিনিটে নিজেদের প্রথম সুযোগটা নষ্ট করেনি সোসিয়েদাদ। ডান দিক থেকে আসা ক্রসে লাফিয়ে উঠে হেড করে ক্লাওদিও ব্রাভোর নাগালের বাইরে দিয়ে বল জালে পাঠান টিনএজার মিকেল ওইয়ারসাবাল।
একটু পরেই ডি-বক্সের ভেতর থেকে নেওয়া মেসির ডান পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২২তম মিনিটে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের ফ্রি-কিক প্রতিহত হয় রক্ষণ দেয়ালে।
৩৩তম মিনিটে মুনিরের পাস থেকে আর্দা তুরানের জোরাল শট এক খেলোয়াড়ের পায়ে লেগে ফিরলে সমতায় ফেরার আরেকটি সুযোগ হারায় বার্সেলোনা।
বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ হারায় স্বাগতিকরাও। ডি-বক্সের ভেতর থেকে দে লা বেইয়ার শট ফেরান দানি আলভেস।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে উঠে আসে গোলের জন্য মরিয়া বার্সেলোনা। ৫৬তম মিনিটে বদলি হিসেবে নামা ইনিয়েস্তার শট দারুণ দক্ষতায় ঠেকান গোলরক্ষক। ৬৫তম মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া নেইমারের ফ্রি-কিক ছয় ইঞ্চির জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৭৩তম মিনিটে খুব কাছ থেকে গোল করতে পারেননি মেসি। জেরার্দ পিকের পাস থেকে আর্জেন্টিনা অধিনায়কের দুর্বল শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান গোলরক্ষক হেরেনিমো রুলি। ৮৫ মিনিটে মেসির হেড ঠেকিয়ে দেওয়ার পর যোগ করা সময়ে আবার ইনিয়েস্তাকে গোলবঞ্চিত করেন তিনি।
সোসিয়েদাদ ২০১১ সালে আবার স্পেনের শীর্ষ লিগে ফেরার পর তাদের মাঠে কোনো ম্যাচ জিততে পারল না বার্সেলোনা। সান সেবাস্তিয়ানে সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হারল মেসিরা।
শনিবার আগের ম্যাচে অঁতোয়ান গ্রিজমান, ফের্নান্দো তরেস ও কোকের গোলে এসপানিওলকে ৩-১ ব্যবধান হারিয়েছে আতলেতিকো। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার পেছনেই আছে দিয়েগো সিমেওনের দল।
দিনের প্রথম ম্যাচে এইবারকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭২।