বহুদিন শিরোপার দেখা নেই। পারফরম্যান্সও ভালো না। কিন্তু কুর্মিটোলা গলফ কোর্সে শনিবার বিটিআই ওপেনের শেষ হাসি হাসলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। শিরোপা খরায় ভুগতে থাকা সিদ্দিক হয়েছেন চ্যাম্পিয়ন। এটি তার পঞ্চম পিজিটিআই শিরোপা।
খেলাটা গড়িয়েছিল প্লে-অফে। সেখানে সজীব আলি পারেননি সিদ্দিকের সাথে। আসরে তৃতীয় হয়েছেন ভারতের সুজান সিং। শেষ রাউন্ডে লড়াইটা চলে যায় প্লে-অফে। শেষ দিনে সিদ্দিক পারের চেয়ে ১ শট কম খেলেছেন। সজীব খেলেছেন পারের চেয়ে ৬ শট কম। চার রাউন্ড মিলিয়ে তাতে দুজনার স্কোর সমান হয়ে যায়। দুজনই মোট ১৫ আন্ডার পার খেলেছেন। প্লে-অফে ১ হোলের খেলা। সেখানে সিদ্দিক করেন বার্ডি। পারের সমান খেলেন সজীব। চ্যাম্পিয়ন হয়ে যান সিদ্দিক। ২০১৩ সালে শেষ ট্রফিটা সিদ্দিক জিতেছিলেন দিল্লির এশিয়ান ট্যুরে।