কোপা আমেরিকার গত আসরে প্যারাগুয়ের কাছে হেরেই ছিটকে পড়েছিল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে এবার সেই দলের বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিযোগিতা ভিন্ন হলেও পুরনো ক্ষতে প্রলেপ দেওয়ার প্রয়াস থাকবেই দুঙ্গার দলের।
এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়া অধিনায়ক নেইমারকে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে পাচ্ছে না ব্রাজিল দল। ম্যাচটি আবার হতে যাচ্ছে প্রতিপক্ষের মাঠে। গত ম্যাচের হতাশা কাটিয়ে এখানে জিততে তাই নিজেদের সেরাটা দিতে হবে ব্রাজিলকে।
প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল পৌনে সাতটায় শুরু হবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ষষ্ঠ রাউন্ডের ম্যাচটি।
গত রাউন্ডে উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে ২৬ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত দুই গোল হজম করে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা।
এবার তাই আক্রমণের পাশাপাশি রক্ষণেও মনোযোগ বাড়াতে হবে কোচ দুঙ্গাকে। সে লক্ষ্যে এ দুই জায়গাতেই বড় ধাক্কা সামলে পরিকল্পনা সাজাতে হচ্ছে তাকে। গত ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় নেইমারসহ ডিফেন্ডার দাভিদ লুইসও এ ম্যাচে খেলতে পারবেন না।
গত রাউন্ডে এগিয়ে গিয়ে পরে ড্রয়ে মাঠ ছাড়ার হতাশা আছে প্যারাগুয়েরও। একুয়েডরের বিপক্ষে যোগ করা সময়ের আগ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে জয়ের প্রত্যাশাই করছিল প্যারগুয়ে। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে বসে তারা। দলটির জন্যও ম্যাচটি তাই ঘুরে দাঁড়ানো লক্ষ্য।
তবে প্রতিপক্ষ যখন পাঁচবারের চ্যাম্পিয়ন, তখন লক্ষ্য বাস্তবায়ন করা মোটেও সহজ নয়। সবশেষ মুখোমুখি লড়াইয়ের ফল অবশ্য তাদের পক্ষে। গত কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের গোলে সমতায় ফেরে তারা। পরে টাইব্রেকারে জিতে শেষ চারে ওঠে দলটি।
বাছাইপর্বের পাঁচ রাউন্ড শেষে দুদলের পয়েন্টই ৮। তবে গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। পঞ্চম স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্টও সমান ৮।
১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে একুয়েডর।