হ্যালোটুডে ডটকম: তিন ধরনের ক্রিকেটেই সেরা অল অলরাউন্ডারের খেতাবটি দীর্ঘদিন তাঁর দখলে ছিল। গত বছরের শেষ দিকে টেস্টে এই অবস্থান হারিয়েছিলেন সাকিব আল হাসান। এবার টি-টোয়েন্টির খেতাব হারালেও ওয়াডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার এখনো সাকিবই।
সোমবার আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী ৪১৬ রেটিং নিয়ে সাকিব ওয়ানডের সেরা অলরাউন্ডারের খেতাবটি ধরে রেখেছেন। পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (৩৬৩) দ্বিতীয় এবং শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান (৩৪৯) আছেন তৃতীয় স্থানে।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে সাকিব। ব্যাটসম্যানদের মধ্যে তাঁর অবস্থান ২৬তম।
টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডারের খেতাবটি সাকিব হারিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার শেন ওয়াটসনের কাছে। ৩৬৩ রেটিং নিয়ে এই অস্ট্রেলীয় শীর্ষে আছেন। আর দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং ৩৪৮। এই বিভাগে ব্যাটসম্যানদের মধ্যে তিনি ২২তম এবং বোলারদের মধ্যে দশম স্থানে।
আর টেস্ট অলরাউন্ডারদের মধ্যে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার আছেন দ্বিতীয় স্থানে। ভারতের রবিচন্দ্রন অশ্বিন আছেন শীর্ষে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে সাকিবের অবস্থান ২৬তম এবং বোলারদের মধ্যে তিনি ১৭তম।