গত বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে তাদের এলোমেলো বোলিংয়ে ২০২ রানের বিশাল লক্ষ্য পায় বাংলাদেশ।কিন্তু বেঙ্গালুরুতে এমন ভুল আর করতে চান না বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক।
বেঙ্গালুরুতে ইডেনের চেয়েও বেশি রান হতে পারে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দুইশ’ রানও তাড়া করা সম্ভব বলে মনে করছে বাংলাদেশ দল। তবে লক্ষ্যটা যতটা সম্ভব ছোট পেতে চান স্ট্রিক।
বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া ও ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, যাদের মূল শক্তি ব্যাটিং। জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার স্ট্রিক জানান, এই দুই দলের প্রত্যেক ব্যাটসম্যানের জন্য বোলারদের আলাদা পরিকল্পনা থাকবে।
“এই মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত সুনির্দিষ্ট ব্যাটসম্যানদের বিপক্ষে পরিকল্পনা। নিশ্চিত করতে হবে যেন পরিকল্পনা মতো আমরা বোলিং করি। এজন্যই আমরা ওদের নিয়ে বিশ্লেষণ করব।”
উল্লেখ্য, আগামী সোমবার অস্ট্রেলিয়া ও বুধবার ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।