সিসিটিভিতে এবার ডান্স বারের ভিতরে কি হচ্ছে তা প্রতিমুহূর্তে নজরদারি চালাবে পুলিশি। নতুন করে মহারাষ্ট্র সরকার মহানগরীতে ডান্স বারগুলি ফের চালু করার জন্য যে নয়া নিয়মবিধির খসড়া তৈরি করেছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে, প্রতিটি ডান্স বারের ভিতরে সিসিটিভি বসাতে হবে। সেখান থেকে লাইভ ছবি পাঠাতে হবে নিকটবর্তী থানায়। যার অর্থ, থানায় বসেই পুলিশ দেখবে ডান্স বারের ভিতরে কী হচ্ছে! কিন্তু সত্যিই এমন নিয়ম কার্যকর হলে ডান্স বারগুলি চলবে কিনা, সেই সংশয় তৈরি হয়েছে।
এমনকি আগামিদিনে কেউ ডান্সবারে জাবেন কিনা তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের মতে, কেউই চাইবেন না যে ডান্সবারে ডান্স বারে বসে মওজ-মস্তি করার ছবি পুলিশের হাতে চলে যাক! ফলে ফের ক্ষতির মুখোমুখি হতে পারে বলে ইতিমধ্যে শঙ্কার কথা জানিয়েছে শহরের ডান্সবারের মালিকরা।গত অক্টোবরেই ডান্স বারে মহারাষ্ট্র সরকারের আগের নিষেধাজ্ঞা খারিজ করে সুপ্রিম কোর্ট। ওই নিষেধাজ্ঞায় বার ডান্সারদের বেঁচে থাকা ও আয়ের সংস্থানের অধিকার লঙ্ঘিত হয়েছে বলে জানায় সর্বোচ্চ আদালত। কিন্তু তা সত্ত্বেও ডান্স বারে সরকারের ‘খবরদারি’র চেষ্টায় খামতি নেই। সরকারের খসড়া আইনে কতজন ডান্সার বারে থাকবে, তাও বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে। এও বলা হয়েছে, ডান্সার ও দর্শকদের মধ্যে একটা ন্যূনতম দূরত্ব থাকবে। অর্থাত নাচ দেখতে যাওয়া খদ্দেররা ফ্লোরে নাচতে পারবে না। এর পাশাপাশি ডান্স বারের ভিতরে ধুমপান চলবে না। খুশি হয়ে বার ডান্সারদের দিকে টাকা দেখানো বা ছুঁড়ে দেওয়াও এবার থেকে বন্ধ হয়ে যাবে খসড়া নিয়মরীতি চালু হলে।