rty

অতিথির জ্বালায় জর্জরিতদের জন্য বলিউডে ‘অতিথি তুম কাব যাওগি’ নামে এক সিনেমাও হয়েছে। সেই অতিথির জ্বালায় জর্জরিতদের পাশে দাঁড়ালেন স্বয়ং মি. পারফেকশনিস্ট আমির খান!

বয়সের হাফসেঞ্চুরি করার পরও যে কোনো চরিত্রের জন্য চ্যালেঞ্জ নিতে কুন্ঠা বোধ করেন না আমির। তবে বাস্তব জীবনে আমিরের রসবোধ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আর রিয়েল লাইফের সেই রসবোধকেই দর্শকের সামনে তুলে ধরলেন মি: পারফেকসনিস্ট।

এই অতিথিদের অত্যচার সহ্য করতে হয়ে আমিরকেও। আর এই পরিস্থিতির মোকাবিলা খুব সহজেই কী ভাবে করেন সেই কথাই খোলামেলা ভাবে জানালেন আমির। অতিথিদের সঙ্গে নির্ভেজাল আড্ডা দেওয়ার পর তিনি বলে ওঠেন “আপনাদের সকলের সঙ্গে দেখা করে খুব ভাল লাগল।”

তার মানে দাঁড়ায়, অনেক কথাবার্তা তো হলো এবার বিদায় হোন। সামনাসামনি তো আর অতিথিকে চলে যেতে বলা যায় না। আমিরের চাচা পরিচালক নাসের হুসেন এর জীবনীমূলক বই প্রকাশ অনুষ্ঠানে এভাবেই মজা করলেন তিনি। এই প্রাণোচ্ছল স্বভাব তিনি নাকি তার কাকার কাছ থেকেই পেয়েছেন। পাশাপাশি আমির জানান, হাজার ব্যস্ততার মধ্যেও পরিবার আর বন্ধু বান্ধবের যে কোনো প্রয়োজনে তিনি সময় বের করে চলে আসেন।