hynkui

২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের তারকা দুই খেলোয়াড় লিয়নেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পিছনে ফেলে লা লিগায় সেরা খেলোয়াড়ের খেতাব জিতে নিয়েছেন এ্যাথলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড এন্টোনিও গ্রিয়েজম্যান।
এছাড়াও এ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিয়োনে মৌসুমের সেরা কোচ ও বার্সেলোনার উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ জিতে নিয়েছেন ইউরোপের বাইরের সেরা খেলোয়াড়ের খেতাব। ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্য বার্সেলোনার গোল মেশিন মেসিকে একেবারে খালি হাতে ফিরতে হয়নি। মৌসুমের সেরা ফরোয়ার্ডের খেতাবটা আর কাউকে নিতে দেননি মেসি।
পুরস্কার প্রাপ্তিতে অবশ্য আধিপত্য ছিল এ্যাথলেটিকো মাদ্রিদের। সেরা গোলরক্ষ হিসেবে তাদেরই ইয়ান ওবলাক, সেরা ডিফেন্ডার হিসেবে দিয়েগো গোডিন ও সমর্থকদের বিচারে সেরা হয়েছেন ফ্রেঞ্চম্যান গ্রিয়েজম্যান।
রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র পুরস্কার পেয়েছেন লুকা মোদ্রিচ। তিনি জিতেছেন সেরা