bn

কেমন আছেন লাকী আখন্দ? অসংখ্য ভক্ত-অনুরাগী তাঁর সর্বসাম্প্রতিক শারীরিক অবস্থা সম্পর্কে এমন একটা প্রশ্ন করতেই পারেন। আর আমাদের দায়িত্ব সেই প্রশ্নের জবাব দেওয়া। কিংবদন্তি সংগীতপ্রতিভার বর্তমান অবস্থা জানাতে এই লেখা।

সবাই জানেন, কর্কট রোগ বাসা বেঁধেছে ওঁর শরীরে। ফুসফুসে। রূঢ় শোনালেও সত্য যে, তিনি এখন নিরাময়-অযোগ্য পর্যায়ে আছেন। অর্থাৎ, এখন তিনি যে অবস্থায় আছেন, সেখান থেকে তাঁর আর ফিরে আসার সম্ভাবনা নেই। অনকোলজি বা কর্কট রোগবিদ্যার শীর্ষ চিকিৎসকদের মতামতক্রমে উপরি-উক্ত বিষয়টি জানান হলো।

তাহলে, কেমন আছেন তিনি? আছেন ভালো। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন কেয়ার ইউনিটের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। ক্যানসারের চিকিৎসকরা যখন ‘আর কিছু করার নেই’ এর মতো স্টুপিড শব্দ বলে রোগীকে বাড়ি পাঠিয়ে দেন, তখনই শুরু হয় প্যালিয়েটিভ চিকিৎসাসেবা।

উন্নত বিশ্বের মতো বাংলাদেশের সাম্প্রতিক সময় শুরু হয়েছে প্যালিয়েটিভ চিকিৎসাসেবা। জীবনে যাদের আর ফেরা হবে না, তাদের জন্যই এই ব্যবস্থা। ২০০৭ সাল থেকে বাংলাদেশে এর চর্চা শুরু হলেও গত মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ মেডিসিন কেয়ার ইউনিট একটি পরিপূর্ণ বিভাগ হিসেবে অনুমোদন পায়।

লাকী আখন্দের বর্তমান অবস্থা সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নিজামউদ্দিন আহমদ কালের কণ্ঠকে বলেন, ”তিন মাস আগে আমার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়। এই পর্যায়ে আমরা তাঁকে প্রশমন সেবা দিচ্ছি। আমরা তাঁর যন্ত্রণা-ভোগান্তি-কষ্ট কমানোর চেষ্টা করছি। আমরা তাঁর ব্যথা ও শ্বাসকষ্ট কমানোর ওষুধ দিচ্ছি। তিনি যাতে স্বাভাবিকভাবে মল-মূত্র ত্যাগ করতে পারেন- সেই ব্যবস্থা করছি। পিঠে ও হাড়ে ব্যথা উপশমের চেষ্টায় আছি। মাঝখানে আমরা তাঁকে বেশ কিছুদিন তাঁর বাসায় পারিবারিক আবহে থাকতে দিয়েছি। সর্বোপরি এই সময়ে তিনি যেভাবে ভালো থাকেন, যতদূর সম্ভব আমরা সেই চেষ্টা করছি। আশা করছি তিনি আগের থেকে ভালো আছেন।”

অভিমান আর নিভৃতচার যার আজীবন সঙ্গী ছিল, অতৃপ্ত সেই সুরস্রষ্টা ক্রমে পৌঁছে যাচ্ছেন মহাপ্রয়াণের দরজায়। তাই, কষ্ট কমিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কী-ই বা করতে পারি আমরা। লাকী আখন্দের অসংখ্য ভক্ত, অনুরাগী আর শুভাকাঙ্ক্ষীর কাছে তাঁর জন্য শুভ কামনা ছাড়া আর কি চাওয়া থাকতে পারে তাঁর পরিবারের।