bhjm
তথ্যপ্রযুক্তির বিশ্ব সংস্থা ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) সভাপতি নির্বাচিত হয়েছেন তাইওয়ানের ইভোনে চিউ। উইটসার প্রথম নারী সভাপতি হলেন তিনি। সম্প্রতি উইটসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইভোনে চিউ ‘ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব তাইওয়ান’ (সিআইএসএ)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত দুই মেয়াদে মেক্সিকোর সান্তিয়াগে গুতিয়েরেজ উইটসার সভাপতির দায়িত্ব পালন করেছেন। সংগঠনের নিয়ম অনুযায়ী, একজন সর্বোচ্চ দুই মেয়াদে সভাপতি থাকতে পারেন।

ইভোনে চিউয়ের সঙ্গে ব্রাজিলিয়ান আইসিটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (অ্যাসেসপ্রো) ভাইস প্রেসিডেন্ট রাউল কোলচার ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মিসরের প্রকৌশলী তারেক এ মোনেম তাহা।

নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি উইটসার সদস্য। বিসিএসের তথ্য অনুযায়ী, ২ অক্টোবর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত উইটসার সম্মেলনে বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বিসিএস থেকে ২৪ জনের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

সম্মেলনে বিসিএস দুটি দ্বিপক্ষীয় চুক্তি সই করে, যার একটি ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব তাইওয়ানের সঙ্গে। বিসিএসের পক্ষে এই ‍চুক্তিতে স্বাক্ষর করেন সভাপতি আলী আশফাক এবং সিআইএসএর পক্ষে স্বাক্ষর করেন ইভোনে চিউ। দ্বিতীয় চুক্তিটি হয়েছে বেলজিয়ামের অ্যাপলায়েড ম্যাথম্যাটিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিসের (আইএএমআইটি) সঙ্গে।