bj-l

এক প্রতিযোগীর লোকসানে লাভবান হবে অন্য প্রতিযোগী। এটাই নিয়ম। স্যামসাংয়ের দুর্ভাগ্যের জের ধরে তাহলে এখন কারা লাভবান হবে? এই কোরিয়ান টেক জায়ান্ট গোটা বিশ্বে তাদের নোট সিরিজের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট ৭ বিক্রি বন্ধ করে দিয়েছে। একের পর এক নোট ৭ বিস্ফোরণের ঘটনায় রীতিমতো বিপর্যস্ত স্যামসাং। এই ধকল সামলে ওঠার আগ পর্যন্ত অন্যান্য নির্মাতাদের পোয়াবারো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু সত্যিকার অর্থে এই ঘটনায় লাভবান হবে কে?

ভারতের বাজার নিয়েই বিশ্লেষখণ তুলে ধরা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে বলে আশা করা যায়। ভারতে বিক্রি শুরুর আগেই অগ্রিম বুকিং দেওয়া হয় ১৫ হাজার নোট ৭। কিন্তু তা বন্ধ হয়ে গেছে। এখন স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ বিক্রির জন্য দারুণ সব অফার দিচ্ছে। কিন্তু নোট ৭ এর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কি ক্রেতাদের মন গলবে?

গার্টনারের রিসার্চ ডিরেক্টর বিশাল ত্রিপতি জানান, স্যামসাং হয়তো গ্যালাক্সি এস৭ এজ এর কিছু ক্রেতাকে খুশি করতে পারবে। কিন্তু নোট ৭ এর বুকিং যারা দিয়েছিলেন তাদের সবাই এবং এস৭ এজ এর কিছু ক্রেতা মুখ ফিরিয়ে নেবেন। তাহলে তারা কি কিনতে পারেন? নোট ৭ এর বাজার ধরার চেষ্টা করবে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন নির্মাতারা। একই দামের মধ্যে অন্যান্য ব্র্যান্ডেরও ভালো ফোন রয়েছে।

অ্যান্ড্রয়েড নির্মাতাদের মধ্যে স্যামসাং সবচেয়ে বেশি বাজেটের ফোন আনে। নোট ৭ এর ব্যর্থতার পর চীনে হয়তো কিছুটা সুবিধা করতে পারবে এইচটিসি। এরাই একমাত্র কম্পানি যারা স্যামসাংয়ের মতোই দামি মোবাইল বানায়। তা চাড়া এরা গুগলে নতুন ফ্ল্যাগশিপ পিক্সেল তৈরি করছে। আবার হুয়াউই গুগলের নেক্সাস ৬পি বানানোর কারণে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এসব বলেন সাইবার-মিডিয়া রিসার্চের সিনিয়র টেলিকম অ্যানালিস্ট ফয়সাল কাওসা।

কিন্তু দিওয়ালির আগে খুব বেশি পিক্সেল ফোন বাজারে আসবে না। অক্টোবরের ১৩ তারিখ থেকে অগ্রিম বুকিং নিচ্ছে গুগল। এর মধ্যে মাত্র ৭০-৮০টি প্রি-অর্ডার হয়েছে। অন্যান্য অ্যান্ড্রয়েড নির্মাতারা স্যামসাংয়ের মতো নয়। এলজি, হুয়াউই, ওয়ানপ্লাস বা জিয়াওমির মতো কম্পানিগুলো স্যামসাংয়ের বাজার চাইলেই দখল দিতে পারবে না। অন্তত নোট ৭ এর অভাব পূরণ করার মতো স্মার্টফোন তাদের হাতে নেই। কিন্তু স্যামসাংয়ের এ সমস্যা অ্যান্ড্রয়েড নির্মাতাদের মধ্যে বাজার দখলের এক ধরনের যুদ্ধ সৃষ্টি করেছে।

কাজেই এই অভাব পূরণের জন্য একটি কম্পানিই রয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ এর বিশ্লেষক তরুণ পাঠকের মতে, গ্যালাক্সি নোট ৭ এর ৯০ শতাংশ ক্রেতা এখন ঝুঁকে পড়বেন আইফোন ৭ এর দিকে। কারণ এই ফোনটি ছাড়া নিচের দিকেই যেতে হবে তাদের। স্যামসাংয়ের এই বিপর্যয়ে আইফোনের নতুন মডেলটি বাড়তি বিক্রি হবে বলেই মনে হচ্ছে। সূত্র : হিন্দুস্তান টাইমস