9i0

তথ্যপ্রযুক্তি যত উন্নত হচ্ছে, সংবাদপত্রশিল্প যেন ততই শঙ্কার মধ্যে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে অনেকে বলছেন, ভিডিওতেই ভবিষ্যৎ। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে ভিন্ন কথা। টিভিতে দেখার চেয়ে সংবাদ পড়তেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তরুণেরা। তবে সেটা অনলাইনে। অপেক্ষাকৃত বয়স্ক প্রজন্ম পড়ার চেয়ে খবর দেখায় বেশি আগ্রহী। চলতি সপ্তাহে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত গবেষণার প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে।

এই গবেষণার ফল প্রকাশিত হলো ঠিক এমন এক সময়, যখন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করতে খবরের ছোট ছোট ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মাধ্যমে ছড়িয়ে দেওয়া শুরু করেছে শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো।

বিভিন্ন বয়সের মার্কিনিদের কাছে জানতে চাওয়া হয়েছিল কীভাবে তাঁরা সংবাদ পেতে পছন্দ করেন। এতে দেখা যায়, ১৮-২৯ বছরের তরুণদের ৪২ শতাংশ খবর পড়তে পছন্দ করেন, ৩৮ শতাংশের আগ্রহ সংবাদ দেখায়। তবে ১৯ শতাংশ বলছেন, তাঁরা সংবাদ শুনতে বেশি পছন্দ করেন। তরুণ প্রজন্মের ৮১ শতাংশ বলেছে তাঁরা সংবাদের মাধ্যম হিসেবে অনলাইন বেশি পছন্দ করেন। মাত্র ১০ শতাংশ বলেছেন যে তাঁরা ছাপা কাগজে সংবাদ পড়েন।

৩০-৪৯ বছর বয়সীদের ৪০ শতাংশ এবং ৫০-৬৪ বছর বয়সীদের ২৯ শতাংশ বলেছেন তাঁরা সংবাদ পড়তে পছন্দ করেন। ৬৫ বছর বয়সীদের মধ্যে এই হার ২৭ শতাংশ।

এদিকে ৫০-৬৪ বছর বয়সীদের ৫২ শতাংশ এবং ৬৫ বছর বয়সীদের ৫৮ শতাংশ খবর দেখত পছন্দ করেন বলে জানিয়েছেন। তাঁদের ৪১ শতাংশ জানিয়েছেন তাঁরা অনলাইনে সংবাদ পড়েন, ৪০ শতাংশের পছন্দ ছাপা কাগজে খবর পড়াতে।

এই গবেষণার প্রতিবেদন থেকে একটি বিষয় পরিষ্কার। নতুন প্রজন্ম দ্রুত ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে, তবে দেখার চেয়ে এখনো খবর পড়তেই তাঁরা বেশি পছন্দ করছেন।

মোখলেছুর রহমান, সূত্র: টেকক্রাঞ্চ