hui
ইংল্যান্ডের প্রথম উইকেটটি তুলে নিয়েছেন শফিউল ইসলাম। ২০১১ বিশ্বকাপে ব্যাটসম্যান হয়ে ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা আছে এই মিডিয়াম পেসারের। দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। শেষ ম্যাচে ১ উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরের প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়েছেন। নতুন বলে বল করছেন। আর নিজের চতুর্থ ওভারে শফিউল তুলে নিয়েছেন জেমস ভিন্সের (১৬) উইকেট। এই রিপোর্ট লেখার সময় ৮ ওভার শেষে ১ উইকেটে ৪৫ রান ইংল্যান্ডের। টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড। জ্যাসন রয়ের (২৮) সাথে যোগ দিয়েছেন এই ম্যাচেই অভিষিক্ত বেন ডাকেট (০)।

বাংলাদেশের একাদশে ফিরেছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১২১ রানের বিধ্বংসী ইনিংস খেলা ইমরুল কায়েস। সৌম্য সরকার বাদ পড়েছেন। তামিম ইকবালের সাথে ওপেন করবেন তিনি। তিন পেসার ও দুই বাঁ হাতি স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মোশাররফ হোসেন দুই স্পিনার। মাশরাফি, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম তিন পেসার। আল-আমিন হোসেনের জায়গা হয়নি। ইংল্যান্ড দলে আজ অভিষেক হচ্ছে দুই ব্যাটসম্যান বেন ডাকেট ও জ্যাক বলের।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোশাররফ হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

ইংল্যান্ড দল : জ্যাসন রয়, জেমস ভিন্স, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি, জ্যাক বল।