ji-po
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়ক সালমান শাহ’র জন্মদিন আজ। ১৯৭১ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে অভিষেকের পর ‘জনপ্রিয়তা’ আর ‘সালমান’ যেন সমার্থক হয়ে গিয়েছিল। দ্রুতই তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের সিনেমা জগতের এক নম্বর নায়ক। সালমান শাহর মতো এমন দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা খুব কম চলচ্চিত্র তারকারাই অর্জন করতে পেরেছেন। কিন্তু ক্যারিয়ারের মাত্র চার বছরের মাথায় চিরতরে বিদায় নিয়েছিলেন এই জনপ্রিয় নায়ক। সালমান আত্মহত্যা করেছিলেন নাকি খুন হয়েছিলেন এ প্রশ্নের উত্তর এখনো খোঁজেন ভক্তরা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তার লাশ। বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও সালমান শাহ’র ভক্তরা সেটা মেনে নেননি। বিভিন্ন সময় অনেকেই দাবি করেছেন সালমান শাহকে খুন করা হয়েছে। এই বিয়োগান্তক ঘটনাটি এখনও পর্যন্ত ‘আনসলভড মিস্ট্রি’ হিসেবেই আছে। –