ig
দীর্ঘ ৪৭ দিনের লম্বা সফর শেষে শুক্রবার সকালে দেশে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মাঠ মাতিয়ে বিজয়ীর বেশে ফেরা সাকিব। দেশে ফিরেই জানালেন নিজের পরবর্তী লক্ষ্যর কথা। বিশ্বসেরা অলরাউন্ডারের চোখ এখন কেবলই ইংল্যান্ড সিরিজে। নিজেদের সেরাটুকু দিয়ে সফরকারিদের বিপক্ষে সিরিজের ফলাফল নিজেদের করে নেয়ার ব্যাপারে আগ্রহী সাকিব।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সাম্প্রতিক পারফর্ম্যান্স ইংল্যান্ড জাতীয় দলের বিপক্ষে কাংক্ষিত ফলাফল পেতে সাহায্য করবে টাইগারদের বলে বিশ্বাস বিশ্বসেরা অলরাউন্ডারের।

সীমিত ওভারের ক্রিকেটে টাইগাররা ভালো ফলাফল পেলেও, সাদা পোশাকে কিছুটা মলীন মুশফিকবাহিনী। তবে সাকিব মনে করেন ইংলিশদের বিপক্ষে রঙ্গিন পোষাকের পাশাপাশি সমানতালে লড়তে পারবে বাংলাদেশ। শুধু লড়াইয়েই থেমে নেই সাকিবের চিন্তাধারা। সবকিছুকে ছাপিয়ে তার চোখ এখন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে সাদা পোশাকের ম্যাচেও জয় তুলে নেয়ার দিকে।

বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপচারিতার এক পর্যায়ে ইংল্যান্ড সিরিজ প্রসঙ্গে নিজের স্বপ্নে অবিচল সাকিব বলেন, “আমি মনে করি আমাদের অবশ্যই ওয়ানডে সিরিজ জেতা উচিত। বিশ্বাস করি টেস্টেও জেতার সামর্থ্য আছে। অবশ্যই চেষ্টা করবো দুই ম্যাচের একটি জয় ও একটিতে যেন ড্র করতে পারি। মোট কথা, টেস্ট-ওয়ানডে দু’টি সিরিজেই জিততে চাই। আমি মনে করি পুরো দলও ওইদিকেই ফোকাস করবে।”

পাশাপাশি কয়েকটা দিন বিশ্রাম নিয়ে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আবারো সতীর্থদের সাথে অনুশীলনে নামবেন বলে এসময় জানান তিনি। তবে এর আগে কি পরিমাণ সময় বিশ্রামে থাকবেন এবং কবে নাগাত অনুশীলনে ফিরবেন সে সম্পর্কে জাতীয় দলের দায়িত্বে থাকা কোচদের সাথে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন বলে উল্লেখ করেন তিনি।