juyeu
আগামী মাস থেকেই বলিউড সুপারস্টার সালমান খানের ব্র্যান্ড বিয়িং হিউম্যান অলঙ্কার শিল্পেও প্রবেশ করছে। সালমানের পালিতা বোন অর্পিতা খানের বরাতে এই খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

রিটেইল জুয়েলার ইন্ডিয়া অ্যাওয়ার্ডস ২০১৬ এর একটি অনুষ্ঠানে অর্পিতা বলেন, ”আমি এখানে এসেছি কারণ আমরাও আগামী মাসে বিয়িং হিউম্যান জুয়েলারির যাত্রা শুরু করতে যাচ্ছি। আর অলঙ্কারশিল্পকে আমরা হৃদয় দিয়েই ভালোবাসি। আর সে কারণেই আমি এই ইভেন্টটির প্রতি সমর্থন জ্ঞাপন করছি।”

অভিনেত্রী এশা দেওল এবং পরিচালক দিব্যা খোশলা কুমার ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিচারক প্যানেলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

অর্পিতা বলেন, ”বিয়িং হিউম্যান জুয়েলারি মূলত সব খদ্দেরদের জন্যই সাশ্রয়ী মূল্যের হবে। এর পণ্যের ৭০ শতাংশই হবে মেয়েদের জন্য আর ৩০ শতাংশ হবে পুরুষদের। বিয়িং হিউম্যানের যে মূল্যবোধ- সুখ-দুঃখ ভাগাভাগি করা, পরস্পরের যত্ন নেওয়া, ভালোবাসা এবং আনন্দ করা- এই মূল্যাবোধগুলোকে কেন্দ্র করেই আমাদের এই জুয়েলারি ব্যবসা চলবে।”

বিয়িং হিউম্যান ইতিমধ্যেই পোশাক ব্যবসায়ও যোগ দিয়েছে। সালমান খান নিজেও বিয়িং হিউম্যান এর টি-শার্ট পরেন। বিয়িং হিউম্যানের একটি দাতব্য প্রতিষ্ঠানও রয়েছে। পোশাক ব্যবসা থেকে আসা আয়ের একটি বিশাল অংশ ওই দাতব্য প্রতিষ্ঠানে ব্যয় করা হয়। দাতব্য প্রতিষ্ঠানটি সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবামূলক কর্মকাণ্ডে প্রচুর অর্থ ব্যয় করে।