ক্যাবল টিভি কর্মীকে গুলির ঘটনায় রাজধানীর বংশাল থানার এএসআই শামীম রেজার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
হত্যাচেষ্টার অভিযোগে শুক্রবার বিকালে রাজধানীর খিলগাঁও থানায় মামলাটি করেন গুলিবিদ্ধ ক্যাবল টিভি কর্মী আল আমিন (২২)।
খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই ফারুক হোসেন যুগান্তর অনলাইনকে জানান, ৩২৬ ও ৩০৭ ধারায় দায়ের হওয়া এ মামলার নম্বর ১৭।
তিনি আরও জানান, মামলাটির তদন্তভার দেয়া হয়েছে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনকে।
পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এরই মধ্যে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
এর আগে আটকের পর এএসআই শামীম রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়।
জানা যায়, বকেয়া বিল চাওয়ার অভিযোগে শুক্রবার দুপুর ১২টার দিকে নন্দিপাড়ার পাঁচ নম্বর সড়কের মসজিদের পাশের একটি বাসায় গুলি আল আমিনকে গুলি করে এএসআই শামীম রেজা।
পিঠে গুলিবিদ্ধ আল আমিনকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।