বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে বিমান ভ্রমণের সুযোগ নিয়ে এসেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বেসরকারি এই বিমান পরিবহন সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক হাজার শিক্ষার্থীর জন্য এই সুবিধা দেবেন তারা। আগামী ২৬ মার্চ শিক্ষার্থীদের নিয়ে উড়বে প্রথম ফ্লাইট।
স্নাতক ও স্নাতকোত্তরের নিয়মিত শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। এজন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত ফরম পূরণ করে বিভাগীয় শিক্ষকের সুপারিশসহ জমা দিতে হবে।
ফেইসবুকে www.facebook/usbair লিঙ্কে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
৭৬ আসনের তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে তারা।
উৎসঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।