আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ থেকে আরো ৩ লাখ কর্মী নেয়ার আশ্বাস দিয়েছে কাতার। একই সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের পরিশ্রমের প্রশংসা করেছেন কাতারের মন্ত্রীরা।
রোববার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি এসব কথা বলেন। সম্প্রতি কাতার সফর করেছেন নূরুল ইসলাম বিএসসি। সফর বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
মন্ত্রী জানান, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ আয়োজনে জনশক্তি নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেবে কাতার।
মন্ত্রী বলেন, কাতার প্রতিবছর দুইলাখেরও বেশি কর্মী বাংলাদেশ থেকে নিতে চায়। এ বিষয়ে আগামী মার্চে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। বৈঠকে শ্রমিক পাঠানোর অভিবাসন ব্যয়ও ঠিক করা হবে। আর মার্চের প্রথম সপ্তাহে কাতারের প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী ড. ইসা সাদ আল- জাফালি আল- নুয়াইমির বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সামসুন নাহার, মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবদুর রব, যুগ্ম সচিব কাজী আবুল কালাম প্রমুখ।