হ্যালোটুডে ডটকম: চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে সীমান্তের ভারতীয় অংশের চাঁদনীচক এলাকায় এ ঘটনা ঘটে বলে চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জুনাইদ আলী খান জানান।
নিহত মো. বেনজীর আহমেদ (২২) শিবগঞ্জ উপজেলার গাইপাড়া গ্রামের বুধূ মিয়ার ছেলে।
বেনজীরের সঙ্গীদের বরাত দিয়ে কমান্ডার জুনাইদ বলেন, একদল বাংলাদেশি অবৈধভাবে ভারতে গরু আনতে গেলে মঙ্গলবার রাত ১২টার দিকে চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের গুলি করে।
“গুলিবিদ্ধ বেনজীরকে নিয়ে তার সঙ্গীরা দেশে পালিয়ে আসে। বুধবার ভোরে বাড়িতে তার মৃত্যু হয়।”
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দিতে পারেননি এই বিজিবি কর্মকর্তা।