বগুড়া সংবাদদাতা : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ছাত্রী হোস্টেলে ডাকাতি ঘটনার নিরাপত্তাসহ ৭ দফা দাবি আদায়ে ছাত্র ছাত্রীদের আন্দোলন অব্যবহত রয়েছে। রবিবার ছাত্র ছাত্রীরা শনিবারের মতই ক্লাস বর্জন করেছেন। এ দিকে এই আন্দোলনে সংহতি জানিয়ে ইন্টার্নি ডাক্তাররা কর্মবিরতি করছেন। এ দিকে বৃহস্পতিবার রাতে ডাকাতি ঘটনা ঘটলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার বা মালামাল উদ্ধার করতে পারেনি। দেখা গেছে, কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে বাইরে ঘোরাঘুরি করছে। একই সঙ্গে ইন্টার্নি ডাক্তারদেরকেই বাইরে ঘোরাঘুরি করতে দেখা গেছে। বগুড়া সদর থানার ওসি সাইদুল হক হ্যালোটুডেকে জানান, মালামাল উদ্ধার ও আসামি গ্রেপ্তারের তৎপরতা চলছে।