তিনি বলেন, ‘অনলাইন পত্রিকা চালাতে এত জনবল লাগে, সে ধারণা ছিল না। সাধারণ পত্রিকার মতোই এখানেও অনেক বেশি জনবলের দরকার হয়। শুধুমাত্র কম্পিউটার থাকলেই অনলাইন পত্রিকা চালানো যায় না।’ইনু বলেন,‘ইতিহাস বিকৃতিকারী ও মিথ্যা রাজনৈতিক ব্যক্তিদের মুখোশ উন্মোচন করতে হবে। গণতন্ত্রের মধ্যে যেসব অপরাধী আছে তাদেরও মুখোশ খুলে দিতে গণমাধ্যমকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’তিনি বলেন, ‘অনেকে বিভিন্ন নামে অনলাইন চালানোর চেষ্টা করছেন। এতে বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা; আমরাও হচ্ছি। কার্যক্রম সূচারুভাবে সম্পন্ন করতে সরকার একটি নীতিমালা করে দেবে।’অনুষ্ঠানে দ্য রিপোর্ট সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, নির্বাহী সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, বার্তা সম্পাদক আবু সুফিয়ান, সহকারী বার্তা সম্পাদক সোহেল রহমান, প্রধান প্রতিবেদক নূরুজ্জামান তামিম, ইউনাইটেড মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান কাজী ফরিদউদ্দীন আহমেদ এফসিএ, কোম্পানি সচিব মুশফিকুর রহমান, উপদেষ্টা এ কে এম আশরাফুল হক, পরিচালক আহসান কবির, রেজাউল হক, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মোশাররফ হোসেন এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন।