নিজস্ব প্রতিবেদক ::: একুশের প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হলো না কারও। রাত ১২টা বাজার আগেই ফুল দেওয়া কেন্দ্র করে দু’পক্ষের ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে শহীদ মিনার এলাকায়।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে।
বিষয়টি জানান যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন।
তিনি জানান, শহীদ মিনার এলাকায় বোমা বিস্ফোরণ ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশ ঘিরে রেখেছে পুরো এলাকা। কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না।