ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের পূর্ব চরচাঁদপুর গ্রাম এক প্রতিবন্ধী শিশু কে ধর্ষন করেছে মাইনুদ্দীন প্রমানিক(৩৬)। ধর্ষনকারী ওই গ্রামের মৃত ওহিদ প্রমানিকের ছেলে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ওই গ্রামের মল্লিক পাড়ায় মাইনুদ্দীন আট বছরের প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষন করে। পরে শিশুটির পরিবার তাকে উদ্ধার করে রক্তাক্ত ও মারাত্মক অসুস্থ্য অবস্থায় দুপুর তিনটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গরিব শিশুটির বাবা জানান, ২ সন্তানের পিতা প্রতিবেশী মাইনুদ্দীন প্রমানিক (৩৫) নামের এক নরপশু এমন ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, আমার দুই ছেলে-মেয়ের মধ্যে মেয়ে শিশুটি শারীরিক ও বাক প্রতিবন্ধী। মেয়েটি প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ায় ওকে স্কুলে ভর্তি করা যায়নি। ফরিদপুর শহরে ডাব বিক্রি করে জীবিকা চালাই। আমার ওই অবুঝ শিশুটির উপর এই নির্যাতনের বিচার চাই।
শিশুটির মা জানান, আজ দৌল পূজা দেখার জন্য দুপুর ১২টার দিকে তার মেয়ে বাড়ি থেকে বের হয়। মাইনুদ্দিন তাকে রাস্তা থেকে মিথ্যা কথা বলে ডাক দিয়ে আমাদের বাড়ি অদুরেই একটি স্যালো মেশিন ঘরে নিয়ে আমার মেয়েকে ধর্ষন করেছে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রুপা জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়। তখন তার যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হয়ে প্যান্ট ভিজে যাচ্ছিল। প্রাথমিক ভাবে শিশুটিকে ধর্ষন হয়েছে বলে ধারনা করা যায় বলেও তিনি জানান। আমরা তার পরবর্তী চিকিৎসা দিচ্ছি বলেও জানান ঐ চিকিৎসক।
ফরিদপুর কোতয়ালী থানার এস আই মিরাজ হোসেন বলেন, হাসপাতালে গিয়ে ঐ শিশুটির অবস্থা দেখেছি এবং তার পরিবারের কাছ থেকে ঘটনা জানার পর এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ধর্ষককে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। সূত্র: বিডি২৪লাইভ