হ্যালোটুডে ডটকম: খুলনায় যাত্রীবাহী বাস উল্টে আহতদের মধ্যে আরো দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাত সোয়া ৯টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এর আগে বিকেল সোয়া ৫টার দিকে নগরীর জিরো পয়েন্টে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান।
নিহতরা হলেন খুলনার রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের ময়েজউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৪), নূর ইসলাম (৪৫), বাগেরহাটের চিতলমারী উপজেলার আব্দুল লতিফ ও অজ্ঞাত একজন।
নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, শনিবার বিকেল সোয়া ৫টার দিকে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাগেরহাটগামী (পাবনা-ব ৫৪১) একটি যাত্রীবাহী দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুলনা-সাতক্ষীরা সড়ক ও খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) বাইপাস সড়কের জিরো পয়েন্টে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম ও অজ্ঞাত একজন নিহত ও অন্তত ২০জন আহত হয়। আহতদের মধ্যে ১২জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে নূর ইসলাম ও আব্দুল লতিফ মারা যায়।